বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২

সন্দীপন গঙ্গোপাধ্যায়



সন্দীপন গঙ্গোপাধ্যায় / দু'টি কবিতা

ঘর 








হাত বাড়ালেই মৃত্যুকে ছোঁয়া যায় 

স্বপ্নকে নয় 

এমন একটা সুন্দর পাহাড়ের কোলে 

ঘর বানানোর দারুণ ইচ্ছে । 


সদ্য যৌবনপ্রাপ্ত কুমারী মেয়ের 

পেলব শরীরের মতো 

সেই ঘরের দেয়ালে 

টাঙিয়ে রাখবো 

বিষন্ন প্রেমের ছবি, 

বিশ্বাসঘাতক সময়ের দলিল, 

নিষ্ঠুরতার পেরেক পুঁতে । 


মেঘ এসে ঘরের ছাদে 

বিছিয়ে দেবে মোহজাল 

আমি সর্ন্তপনে পা ফেলে 

একাকী খেলে যাব শতরঞ্জ । 


যারা স্বপ্ন দেখে 

তাদের জন্য এ ঘর নিষিদ্ধ । 

       


  

    








জাত  

মৃতদেহের কোনো জাত নেই 

তারজন্য প্রয়োজন হয় শুধু 

কাঠ, মদ আর মাংসের । 


ধর্ষিতারও কোনো জাত থাকে না 

নিঃসঙ্গ মাঠে ভেসে ওঠে 

তার চিৎকার কখনো কখনো । 


ভিখারিরাও জাতপাতের ঊর্ধ্বে 

মধ্যরাতে তাদের ফুটপাত 

দখল নেয় কিছু সমকামী । 


একমাত্র ভোট ভিক্ষে করে যারা বাঁচে 

আলমারি সাজায় গরীবের রক্তে 

তারাই শুধু উঁচু জাতের হয়,

অস্পৃশ্যতা বাঁচিয়ে চলে । 


************************************************************************************************************



সন্দীপন গঙ্গোপাধ্যায় 

১৯৮৫ সাল থেকে লেখালেখি শুরু। বিভিন্ন লিটল ম্যাগাজিনে লিখে থাকেন । দৈনিক বসুমতী, উত্তরবঙ্গ সংবাদ, আজকাল -এ একসময় নিয়মিত লেখা প্রকাশ হত। শুকতারায় গল্প প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছিলেন। এখন স্থানীয় পত্র পত্রিকায় লিখে থাকেন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন