বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২

তাপস মজুমদার



তাপস মজুমদার / তিনটি কবিতা







বিচ্ছেদ

তবু চলে গেলে----


চোখ ভ'রে দেখি যাওয়াটুকু

কিছু আভা এখনও হাওয়ায়


তবু কাঁদবো না...


শেষ দেখাটুকু যদি

             জলে ধুয়ে যায়...



ও মাধব

কিছু তো বুঝিনি...আলোময়

শিরোধার্য অবহেলা, রাত


বেপথু ছিলাম অনিকেত

সে-পথেই বাড়ালে দু'হাত


কত দাহজল অহরহ

পাষাণেই রাখো কৃপা-হাসি !


ও মাধব

যেখানে সম্বল আঁখিজল


এভাবেই ব'লো...ভালোবাসি...












দাহ

কতটা গভীরে---কত দাহ দেয় স্মৃতি !

রাশি রাশি শিখা আগুনের মত ঘিরে

ঝোড়ো বন্দরে জ্বেলেছিলি লন্ঠন

সে-হাতে পাঠালি অশনি আকাশচিরে!


ঠিক কতদূরে সে-দিকশূন্যপুর ?

কতটা অতীত মরশুমি-ফুলখেলা ?

মিছিলে হেঁটেছি মিছিলে কেটেছে কাল

এ-ছিল যাপন...পথ থেকে সাঁঝবেলা


ঘুর্ণির মত উত্তাল জনস্রোতে

দৃপ্ত স্লোগানে সটান শিরদাঁড়ায়

মিছিলে মিছিলে আমাকে কুড়িয়ে নিলি

এভাবেই বুঝি ঝারি ফুলে ভরে যায়


সে-খেয়ালীপনা, থাক সে-অতীত তোলা

ভেঙে যায় সব কত পলকা আঘাতে

ভুলতে কী পারি মরশুমি-ফুলখেলা !

ফিরেছি আমরা...শুধুই শূন্য হাতে ?


*********************************************************************************************



তাপস মজুমদার

তাপস মজুমদার। বাড়ি বসিরহাট। পেশায় একজন শিক্ষক। ভালোবাসি কবিতা পড়া, আলোচনা ও লেখা। সাধ থাকলেও সাধ্য বিশেষ নেই। তবুও কবিতাই ভালোবাসি। অন্যকিছু লেখা আমার সাধ্যের বাইরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন