বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২

শুভশ্রী রায়



শুভশ্রী রায় / দু'টি কবিতা

গৃহরজ্জু








অপূর্বকে খুঁজলে আসে পূর্বের শ্রান্তি

ভাবি ছেড়ে দেব এই ঘরদোর-বাঁধন

অদ্ভুত মোহে যাকে আঁকড়ে রয়েছি,

বিছানায় নিজেকে গুটিয়েমুটিয়ে

রেখে দেওয়া অনিবার্য তারপরেও

স্রেফ ওঠানোর জন্য, সংসারের থালায়

নিজেকে ধোঁঁয়া ওঠা সুস্বাদু করে

রোজ বেড়ে দিতে হয় রোচক গৃহসুখ। 


বাসনে লেবুর রস মাখাই মাঝেমাঝে

সাফ করি রান্নাঘর, মশলার গন্ধে ডুবে যাই

দু' ভুরুর মাঝে সূর্য ওঠে কখনো কখনো

তার তাপে গলে যায় কুমকুমের লম্বা টিপ

দুত্তোর বলে দাগটাগ ধুয়ে নিই বেপরোয়া,

বেসিনের জলে সৌরকণা ভেসে খুন!


গা থেকে ঝেড়ে ফেলি না সংসার,

মাথায় সারা ক্ষণ তুলে রাখি তাও নয়

কিন্তু বৈরাগ্যচরণে পদক্ষেপ অসাধ্য,

কতকগুলো ব্যর্থ, নির্লজ্জ, ঘষা খাওয়া

খুচরো পয়সার মতো ঝনঝন বাজে দ্বিধা,

চুলের জটে পুরনো জন্মের অসংসার।













আনন্দপথ

একমাত্র কাব্যের প্রতি দায়বদ্ধ আমি, 

স্বেচ্ছাশৃঙ্খলে আজ্ঞাবহ ক্রীতদাসী তার

সমর্পিত জীবনের ওপর থেকে খসে গেছে আর 

সমস্ত কিছুর অধিকার,

কখনো পুড়েছি নিন্দার আগুনে, উপেক্ষার 

হিমশীতল জলে ভিজে গেছি

সৃজনের আনন্দপথ থেকে চ্যুতি নয় তবু, 

নিজের চিতা থেকেও কবিতা খুঁজেছি।


********************************************************************************************



শুভশ্রী রায়

জন্ম: ১২ জানুয়ারি, ১৯৭১, কলকাতা ;পনেরো / ষোল বছর বয়স থেকে নিয়মিত লেখালিখি করছেন । থাকেন  উত্তর কলকাতার পাইকপাড়া এলাকায়। প্রকাশিত বই, একটি: অলক্ষ্মীর পাঁচালি ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন