বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২

প্রিয় কবি প্রিয় কবিতা * সমর সেন



এই বিভাগে আমরা এমন দু-একটি  কবিতা পড়ব , যে কবিতা আমাদের অন্তর্লোকে বিস্ময় সৃষ্টি করে শুধু নয় ,আমাদের কবিতা পড়ার আনন্দে অবগাহন করায় , প্রতি দিন  প্রতি মুহূর্তে | এই পর্যায়ের কবি যে সবসময়  বিখ্যাতই  হবেন , এমনটা নয় , তিনি অখ্যাত তরুণ তরুণতর কবিও হতে পারেন , কিন্তু ,শর্ত একটাই ,কবিতাটি যেন আমাদের মর্মলোক স্পর্শ করে | স্বরবর্ণ / ১১ সংখ্যায় 'প্রিয় কবি  প্রিয়  কবিতা ' বিভাগের কবি হলেন সমর সেন|


মহুয়ার দেশ 

সমর সেন











মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে 

অলস সূর্য দেয় এঁকে 

গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ, 

আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনার। 

সেই উজ্জ্বল স্তব্ধতার 

ধোঁয়ার বঙ্কিম নিশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে  

শীতের দু:স্বপ্নের মতো। 

অনেক অনেক দূরে আছে মেঘ-মদির মহুয়ার দেশ, 

সমস্তক্ষণ সেখানে পথের দু'ধারে ছায়া ফেলে দেবদারুর দীর্ঘ রহস্য,

আর দূর সমুদ্রের দীর্ঘশ্বাস 

রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে। 

আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়া ফুল ,

নামক মহুয়ার গন্ধ 


২ 

এখানে অসহ্য, নিবিড় অন্ধকারে 

মাঝে মাঝে শুনি--- 

মহুয়া বনের ধারে কয়লার খনির 

গভীর,বিশাল শব্দ, 

আর শিশির-ভেজা সবুজ সকালে, 

অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক 

ধূমহীন তাদের চোখে হানা দেয় 

কিসের ক্লান্ত দুঃস্বপ্ন ।


**********************************************************************************************


সমর সেন


**********************************************************************************************


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন