প্রভাত ভট্টাচার্য / দু'টি কবিতা
কবিতার আঙিনায়
আজ আলোর রোশনাই
কবিতার আঙিনায়,
প্রজ্বলিত সারি সারি
কবিতার প্রদীপ ।
কবিতার দ্যুতির কাছে
সবকিছু ম্লান হয়ে যায়,
যত ঐশ্বর্য, যত ক্ষমতা,
সবকিছু ছাপিয়ে কবিতা
খুঁজে দেয় জীবনের মানে ।
সিঁড়ি বেয়ে নেমে আসে
উচ্ছল কবিতার দল
ঝরণার জলধারার মত,
উৎসব জমে ওঠে
কবিতার আঙিনায়।
লুকোচুরি খেলা
সারাটি দিন ধরে চলে
লুকোচুরি খেলা -
কখনও সূর্য লুকিয়ে পড়ে
মেঘের অন্তরালে,
কখনও বা রোদবৃষ্টির লুকোচুরি চলে ,
অথবা আলো আঁধারের মাঝে
কষ্ট লুকিয়ে থাকে খুশির
একেবারে অন্তরঙ্গ হয়ে,
হাসির সাথে লুকিয়ে যে ক্ষুধা ,
কে বা তার খবর রাখে।
শুধু তো নয় বিষাদের ধূলিময় উপাখ্যান ,
দুখের সাথেই লুকিয়ে সুখ,
জীবন ভরে আলোকমালায়,
লুকোচুরি খেলা চলে নিরন্তর,
শুধু চলতেই থাকে।
***********************************************************************************************



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন