গোবিন্দ মোদক / দু'টি কবিতা
যে মেয়েটা গতরাতে বাড়ি থেকে পালিয়েছিল
যে মেয়েটা গতরাতে বাড়ি থেকে পালিয়েছিল
তার নাম লক্ষ্মী ছিল কিংবা দুর্গা
এমন কোন বিতর্কে কাজ নেই।
তবু ফুটিফাটা ঘর, তেলচিটে মাদুর,
কালিপাড়া ঝুলিমাখা চল্লিশ পাওয়ারের বাল্ব,
তোবড়ানো ঘটি, হাতল-ভাঙ্গা মগ
আর বাড়ন্ত চালের যোগান সবকিছু জানে;
জানে ছেঁড়াখোঁড়া পোশাক,
তুলসী তলার ছাইগাদায় শুয়ে থাকা
অভুক্ত কুকুরটা আর বাতিল হাতপাখা।
এ বাড়িতে এখন আর সুবাতাস বাস করে না,
ধ্বস নেমেছে সমূহ সম্পর্কে;
পাড়াতুতো দাঁত-নখ বিক্রম দেখায়
আর এ তো জানা ঘটনা যে –
এ দুর্গার হাতে খুন্তি বই অস্ত্র নেই,
লক্ষ্মীর কাঁখে কস্মিনকালেও ছিলো না
টাকা-কড়ির ঝাঁপি!
অতএব ….
রজনীগন্ধা
কিছুটা রজনীগন্ধা
রেখে যেও কবির জন্য
কবি বড়ো ভালোবাসেন।
বাকিটার কিছুটা বিলিয়ে দিও
বাসর-ঘরের মদিরতায়,
কিছুটা পাড়ার নেতাদের জন্য
কিংবা বহুব্যবহৃত গৃহিণীর
মুখ-ঝামটার জন্য;
কিছুটা রেখো
অযত্নে নষ্ট হওয়ার জন্য
আর বাকিটা কাজে লাগবে
জীবনের শেষ খাটিয়া সাজাতে।
আয় রজনীগন্ধা!
তোর সঙ্গে আমার কোনো আড়ি নেই।
************************************************************************************************
প্রকাশিতব্য গ্রন্থ:- পদ্য ভরা আমার ছড়া * ছন্দ ভরা আমার ছড়া * রূপকথার রূপ-কথা * ভয়ঙ্কর প্রতিশোধ * গুপ্তধনের সন্ধানে * জীবনের রোদ-রং ইত্যাদি


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন