গোলাম রববানী / দু'টি কবিতা
হৃদয়ে মরুবক
প্রণয়ে পুরো পৃথিবী, শরৎ শুভ্র মেঘের মতো-
পূরবী, পালিশ করা চকচকে নিখুঁত রোদ ওঠা
আমার শিহরে ডুবে মরে আলোক আলতো স্পর্শে
ভেতর ময়না জানে, জগৎ পৃথিবী আরো জানে।
বিচ্ছেদের মত ব্যথা। কোকিল পাখি জোড় বাঁধে না
হেমন্তে ঝরা কুয়াশা, মৃদুমন্দ সুরে হিমে জড়সড়
বরফ মেখেছি তাই তপ্ত করে তুলেছি তোমাকে
শশব্যস্ত বিগলিত দেহে, গিরিরোদন নামে নদীতে।
এত জলাশয় এত পারাবার তবু বিতৃষ্ণায় কেন তৃষ্ণা
খরার হৃদয়ে দুঃখ ভরেছে,চুম্বনে তৃষ্ণা কী জড়ায়েছে!
ভেতর ময়না, সর্বদাই হু হু, হৃদমরু যেন প্রহসন
সবুজ দিগন্ত কুঞ্জবন, গলায় পরাবো মরুবক!
যেমন পুরনো স্মৃতি, মায়াদেবী আলোর প্রহরী-
ফুলে, সরোবরে বেঁচে আছি,বুকে সহনীয় সূর্যসাথী
গোধূলি নেমেছে বুকে, গাঢ় থেকে গাঢ়তর অন্ধকারে
দেখছি আগত হেমন্তের কটিদেশে- চিত্তে মরুবক!
জন্মদাগ
মাটির মায়ায়!
রূপের ধারায় কাড়ল যে মন চন্দ্রমেখে,
স্বদেশ আমার ডুবাই ঋণে কলঙ্কিনী সন্তান হয়ে!
গিরি, ধারা,পাহাড়, নদী ধন্য হলো সকল জাতি-
ছবি আঁকি, শিল্পী বুঝি, বুঝিনা মা; পরিপাটি!
কালো দিবস!কালো রাতি! কেটে দিলো জিয়নকাঠি,
দেশের মাটি পবিত্রঘাঁটি, তবে কেন শ্মশানভূমি!
চন্দ্রতারা চেয়ে থাকে, জেগে থাকে আঁধার রাতে-
মাটি জলে, ফুলে ফলে প্রাসাদ মন মন্দিরে...
এই দেশেরই এই মায়েরই ভালোবেসে, প্রসাদ পেতে -
ধুলোমেখে জড়াতে চাই মিশে গিয়ে হৃদপাতে।
জন্মের সেই দাগ থেকে গেছে, নির্বাক স্বদেশ নির্বিকারে...
******************************************************************************************************
একক কোনো বই প্রকাশিত হয়নি। তবে যৌথ কাব্যগ্রন্থ ' বিনি সুতোর ব্যঞ্জনা', এছাড়া সাহিত্যের বিভিন্ন ছোট কাগজে লেখা প্রকাশিত হয়েছে/হচ্ছে, দেশীয় জাতীয় পত্রিকাসহ বিদেশের বিভিন্ন পত্রিকা ও অনলাইন পোর্টালে নিয়মিত লেখা প্রকাশিত হচ্ছে।




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন