বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২

অনিরুদ্ধ সুব্রত

 



লেজ মোটাদের সভা সমিতি

অনিরুদ্ধ সুব্রত








'ইঁদুর-শিকার'--- টিভির কার্টুনে দেখে দেখে

গৃহপালিত ও তাহাদের রাস্তা-পাহারা বন্ধুরা

পর্দার ঝোলা দড়িটা কামড়ে প্রাকটিস করেছে বহুবার

ছোটো ছোটো কার্ণিশ থেকে বড় বড় লাফ দিয়ে

ঝালিয়ে নিয়েছে 'দুধ-মাছ-প্রিয়' নামি, ধানিরা।


এবার আনাচ কানাচে আসর, অঙ্কের অলিম্পিয়াড---

গোঁফ, রং, হাঁড়ি মারা মুখ-কালি ইত্যাদি ইতরামি

নিয়ে টিয়ে জমাটি, শুধু দেখা--- লেজ খানি কার মোটা বেশি

ইঁদুর আসে না কাছে, বাঁদর ভিংচি কাটে, চাটে ছুঁচো

কুকুর শেয়াল থেকে দূরত্ব বজায় রেখে-- তবু মার্জারি

হঠাৎ টেবিল পেতে বিশুদ্ধ সাহিত্য সংস্কৃতির সার্জারি।


একজন লেজ দিয়ে লেজে মারে ঘা--- আর জন হা হা হা

লোমশ ও নির্লোম অথবা নির্মল বক-সাদা তুলো

দীর্ঘ বা খাটো, তবু প্রত্যেকে বিশারদ, ভাই ছাঁটো--লেজ গুলো

আদতে দাগা মারা শ্লাঘা যে--- তারটাই বেশি মোটা

হুলোরা হুল্লোড় তোলে, মেনিরা সমবেত আহাহা

মেনিরা লেজ মাপে যত --- হুলোরা ফোলায় ইচ্ছে মতো।


শেষে সভা জমে ক্ষীর, জয় নেপো নেপো শির...









******************************************************************************************************



অনিরুদ্ধ সুব্রত

জন্ম ১৯৭৪, বনগাঁয়। ছাত্রবয়স থেকে লেখালিখি শুরু। মূলত কবিতা। এছাড়া ফিচার ও ছোটো গল্প। এ পর্যন্ত প্রকাশিত কাব্যগ্রন্থ- ছয়টি। প্রথম কাব্যগ্রন্থ- 'রোদ ও বোধের দ্বীপে'(২০০৩) এরপর 'আগুনের দিন গুলো নেই', 'নিভৃত আগুনের পদাবলী', 'এক গলিত যুদ্ধ স্রোত', 'কালো ছত্রাক', 'যাপন বিক্রির টেবিল'(২০২১)। সম্পাদিত পত্রিকা- 'উত্তর পক্ষ' । পেশা শিক্ষকতা, নেশা কবিতা।

                                         

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন