চন্দ্রাণী গোস্বামী / দু'টি কবিতা
ছিন্ন পালক
হয়তো কখনো--- কোনো একদিন
....তুমি ছুঁয়ে দিলে
ফিরে ফিরে আসি প্রাপ্যের উল্লাসে
অমোঘ বিশ্বাসে
সব নদীই একদিন অধিকতর প্রাপ্তির লোভে
কার যেন...
ঠিক কার যেন বুক চিরে নেমে আসে পূর্বজন্মের
সঞ্চিত ঋণে।
হয়তো আমাকেও তেমনি পিছুডাকে ডেকে
নেবে তুমি
দুপুরের অলস রোদে ভেজা ভেজা অবাক দু' ঠোঁটে
হয়তো কখনো--- কোনো একদিন...
ঘাসের শরীরে লেগে থাকা আমার ঘ্রাণ বলে দেবে
আমারও প্রয়োজন ছিল তোমার কাছে
হয়তো কখনো---
আখর
বৃন্দাবনে রাস লেগেছে। কানুপ্রিয়ার বুকে
চন্দনবনের ঘ্রাণ। আমায় এবার একটা নিবিড়
করে কান্না দাও সাঁইজী।
দেখো, আমার মৃদঙ্গ মৃদঙ্গ তনু খুলে যাচ্ছে
তোমার আড়বাঁশিতে আর সুর তুলো না প্রিয়...
তার'চে আমার চৌকাঠে যে মধু জ্যোৎস্না খেলা করে
সেখানে তোমার রাঙ্গাপায়ের স্পর্শটুকু দাও।
অই দেখো সমস্ত চরাচরের শেষ আশ্রয়টুকু নিয়ে
ডুবে যাচ্ছে চাঁদ। এবার আমায় ফিরাও।
দাও আমায় আমার এ নিশীথরাতের শেষ মাধুকরী,
বিনিময়ে গ্রহণ করো আমার বিষন্ন ভালোবাসার পদাবলী ।
***********************************************************************************************
জন্ম সত্তর দশকের শেষদিকে। স্কুল জীবন, বড়ো হয়ে ওঠা সবই কলকাতায়। পড়াশোনা স্নাতকোত্তর , কলকাতা বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে কলকাতার একটি কলেজে হিসাব রক্ষণ বিভাগে কর্মরত। ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি তীব্র আসক্তি। নতুন শতকের প্রথম দশকের শেষ থেকে নিয়মিত লেখালেখি। কবিতা আশ্রম, কৃত্তিবাস, গাঙ্গেয়, অপদর্থের আদ্যক্ষর, বম্বে ডাক, তমোহা, সাজি পত্রিকা, বিকল্প বার্তা সহ বিভিন্ন পত্র পত্রিকায় লেখা প্রকাশিত।





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন