বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২

শ্রীদাম কুমার



শ্রীদাম কুমার / দু'টি কবিতা







মরমিয়া

মরমিয়া কি বানিয়া করাত চালাচ্ছো                   

হেমন্ত গর্ভিনী জঙ্গলের বুক চিরে                            

জল জঙ্গল করছো তোলপাড়...  

 

কাঁপে বৃক্ষপাতা ডুংরি টিলা                            

আনদেখা দুঃসহ ব্যথার শিহরণে,                          

ধুলার চাদরে ঢেকেছে মুখ লজ্জায়


বন্যের বন্যতা যত করেছ

                               বেপথু নগণ্য


বেলোয়ারী ঝাড় আর নিয়ন-আলোর ফোয়ারা

সাজিয়ে নিচ্ছে নির্জনতার পসরাগুলি....












বোধিবৃক্ষতলে গৌতম 

হিসেবী অঙ্কের আঁচড়ে আঁচড়ে

গণমাধ্যম অক্ষর টিভি চ্যানেলে ধুন্ধুমার


আলাপে আলাপ ঝলক দিখলানিয়া 

                                                ছয় লাফ

রঙ -মাখা সঙ, পমেটম বিবি মিঞারা...

আর,পাবেনই 'একখান শ্রীমান রায়'

                      আহা কী    পালিশ-চেকনাই!

 না শুষ্ক না আর্দ্র সর্বঘটে কাঁঠালি কলা

আঁদাড়ে-পিঁদাড়ে, কাঁচা বাঁশের মঞ্চ হুল্লড়ে

হাজির সবেতেই সর্বাগ্রে,হয়না কখনো ভুল


আদ্রা আসানসোল বাঁকুড়া নন্দন মহানগরী

                  পৌঁছে যাওয়া চাই-ই,

     না হলে  কিন্তু  হবে  বিষম হুলুস্থুল....

পকেট  তাঁহার গরম, গ্ল্যামারের ব্যাঙ ডাকে

                                       ঘ্যাঁঘর ঘ্যাঙ

                                            গর্-গর্   টর্- টর্....

আদ্রার আর্দ্রতায় পুঁতেছেন যে বোধিবৃক্ষ

            ডালে ডালে তার ঝোলানো বুদ্ধির হাঁড়ি

স্নিগ্ধ ছায়াতপে বসে খাবেন পায়েস পরমানন্দে

 নবনীকমল হাতে বাটি ভরে আনবে সুজাতা যে...

                 গৌতম বুদ্ধের কী চমৎকারী......

সর্বত্রগামী ঢেঁকিতে নারদ -বীণায় যশোকীর্তন

                                                          অষ্টপ্রহর...


************************************************************************************************


শ্রীদাম কুমার  

জন্ম : ২৪ এপ্রিল ১৯৭৩  ভাড্ডি গ্রাম,গড়জয়পুর,পুরুলিয়া। একান্নবর্তী পরিবারে জন্ম , বেড়ে ওঠা ।অন্তর্মুখীন স্বভাবের,প্রচারবিমুখ। কবিতার পাশাপাশি গদ্যেও সাবলীল । 'মাদৈল', অরন্ধন, রঙিন ক্যানভাস, 'কবিতা আশ্রম'-এর মত ওয়েব ম্যাগাজিনে মাঝে মধ্যেই কবিতা প্রকাশিত হয়ে থাকে।'এবং কথা'-র মত ধ্রুপদী মানের মুদ্রিত পত্রিকাতেও লেখা বের হয়েছে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন