বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২

চন্দন রায়



চন্দন রায় / দু'টি কবিতা

যোগাযোগ সমাপ্ত








যোগাযোগ সমাপ্ত

শ্মশান নিজেদের দেশে চিরকাল

দরজা খুলে রেখেছে , আজও

গ্রাম পর হতে ভয় লাগে , রুগ্ন শিকড়

শহর বহুদিন দ্বীপের বসতি

ঠিকানার দুদিক বন্ধ----


যোগাযোগ সমাপ্ত , 

বাঁশি বাজলে ট্রেন ছেড়ে দেয়, জানালা খোলা

অবেলার অশ্রুপাতে চাঁদ ততটা স্পষ্ট নয়

তবু রাত পুরোনো চাবি হাতে বিরহ বিখ্যাত----


যোগাযোগ সমাপ্ত , লাল বাক্স উধাও

এ-বছর সে-বছরের কাহিনী নিয়ে দরজার

তালা ভাঙে ,  মানুষ নেই---

বিছানায় সাপ জড়ানো , দেখা যায় , কথা হয় না

নিতান্ত আলস্য তার আপাদমস্তক-----


যোগাযোগ সম্পূর্ণভাবে সমাপ্ত------













গণনার প্রতীক্ষায়

আমার চোখ সেতুর ওপর এসে নিভে যায়

শ্বাসনালীর কাছে এক বীভৎস যন্ত্রনা

কথা  বলা বা শোনা ইচ্ছের বাইরে

ঘনিষ্ট পরিচয়ে জেগে থাকা হৃৎপিন্ড

শুধু জল পেতে চায়-----


জল কোথায় ! প্রত্যেকটি কোষের ভিতর মৃত্যুভয়

সেতুর ওপারে আগুন আর পাঁজরের সহাবস্থান

দাবদাহ ঘিরে থাকা প্রতিটি স্রোতের ভিতর

অসংখ্য কোলাহল----

কিছু ঘটবার নেই ,  কিছু ঘটাবার নেই

ছায়াতলগত জীবন , দুয়ার হীন মন্দির

সেতুর ওপারে দাঁড়িয়ে আকাশমুখো

এক গণনার প্রতীক্ষায়-----


********************************************************************************************



         চন্দন রায় 

আশির দশকের অন্যতম বিশিষ্ট কবি । আটটিরও বেশি কাব্যগ্রন্থের প্রণেতা । নতুন মান্দাস নামে একটি পত্রিকা সম্পাদনা করেন, যা ইতিমধ্যেই পাঠকপ্রিয় হয়ে উঠেছে । কবি চন্দন রায়ের অন্যতম জনপ্রিয়  দুটি কাব্যগ্রন্থ : জেলখানার খোলা চিঠি এবং শিরোনাম সন্ধান চলছে  




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন