কবিতা / পরানসখা ব্রজবাসী
সন্ন্যেসি মন
এই পরদেশে প্রার্থনাই শুধু' কী করিবা তুমি ধর্মাবতার ? পশ্চিমের ঐ ধর্মদেশ আমার; নীচে কাটা-মুণ্ডের মহাশ্মশান জ্বলে,উপরে রক্তে নিকানো আকাশ বিধাতার পাদপদ্মের মতো আরও লাল... ঐখানে ভবিষ্য লেখে এক নিরপেক্ষ রাজা -- যে,ফুল থেকে খুশবু, আশমান থেকে রাত্রিমেঘ, বিশ্বলোক থেকে গুটিয়ে নিচ্ছে আয়ু... ঐখানে গন্তব্য আমার :
১
ফলত, দেশ নাই
পায়ের তলে ঘাস যেমন, হাঁস যেমন
সিংহদের বনে...
এই আমরা আছি ;
এই আমাদের সর্বংসহা
বৈরাগ্য বেশ, সন্ন্যেসিমন --
সম্বল শুধু তুলসির মালা
গলায় পরেছি ৷
২
দেখনি, মা-যোনি ভেদ ক'রে
উঠেছে কার হাতের লোহা
ছিটকে এসে লাগে রক্ত
থানকাপড়ের সাদায়;
এ দেহমনে, এ অঙ্গভূষণে
আরও বেশি সত্ত্বগুণে
এ মনোসন্ন্যেসি কেমন
লালন হয়ে যায় ৷
৩
আর,এই গেরুয়া বসন সেতো
পুত্রের দেহ থেকে গড়িয়ে-আসা রক্ত --
জমাট বেঁধে এই সন্ন্যেসিবরন;
অধরমে দুঃখ নাই, মরণেও --
বলেন বিধাতা যিনি
সর্বকারণের কারণ ।
৪
ফলত, আমরা মরি, আমদের
বিধাতাও মরেন ,
ওই দ্যাখ পাণ্ডাহত ন্যাড়ামুণ্ডের
ভগবান -- আমাদের পিতা ;
ঐখানে ম'রে আছে
দ্বাপরের দ্বিপদ ধর্ম --
রক্ত ঝরে ফোটায় ফোটায় ...
শরবিদ্ধ হয়েছে তাঁর পা ৷

********************************************************************************************************
প্রকাশিত কাব্য: বধূ শ্যামলিমা, সম্পাদিত পত্রিকা: অরুন্ধতী
সম্মাননা: অর্ণব সাহিত্য সম্মান ,অকাদেমি অফ বেঙ্গলি পোয়েন্ট্রি'র সারস্বত সম্মান ,সৈকত সাহিত্য অকাদেমি'র শিশির চক্রবর্তী স্মৃতি সম্মান,অনন্যে অভিধা সৃজনী আকাদেমী'র ঋষি বঙ্কিম স্মারক সম্মান ।




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন