বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২

সংবেদন চক্রবর্তী



সংবেদন চক্রবর্তী / দু'টি কবিতা

হে রাজন   








কান টানলে মাথা আসে

তাই কান নিয়ে আর মাথা ঘামাই না

মাথা দিয়ে মাথাকে ঘামাই


হায়না নেকড়ে একই প্রজাতির

শিকার পদ্ধতি শুধু আলাদা আলাদা

ভোগের সময় আঞ্চলিক বহিরাগতর ফারাক থাকে না 


চরিত্র থাকলে দোষ পাওয়া যায়

কোনও কোনও মানুষ যখন বুদ্ধিজীবী হয়ে ওঠেন

মর্মার্থে রাজারা কান দিয়া দর্শন করেন...












দুশো বছরের বাড়ি            

বাবার বাড়িতে বাবা থাকেন না মাও থাকেন না

কোন আত্মীয়-স্বজন কেউ এই বাড়িতে থাকে না

কিছু সদস্য প্রত্যেক জায়গাতে পরম্পরা বাঁচে

বিচ্ছিন্ন নির্দল তারা প্রত্যেকেই প্রত্যেকের শত্রু


ছাদের কার্নিশে মাথা তুলে আছে পুরনো অশ্বত্থ

সমস্ত উঠোন জুড়ে ঘাসগুল্মলতা ঝোপঝাড়

ঘরের ভেতরে ঘর ভেঙে পড়া ঘরের দেওয়াল

রাজমিস্ত্রির করুন হাত ঝুল মাখা স্মৃতিগন্ধ

ইট চুন সুরকিতে কত আদরের রক্ত গান

জীবনসঙ্গীকে খেয়ে বহু মাকড়সা মা হয়েছে বারবার

কত টিকটিকি বাবা হলো মা হলো আবার জন্ম

প্রজন্ম প্রজন্ম ধরে আরশোলা উড়ছে ব্যবধানে

পরিবর্তনের পরিবর্তনের পর রূপান্তরে শুঁয়াপোকা 

প্রজাপতি হয়ে উড়ে গেছে কত বিবাহ বন্ধনে

বিষাদ মানেই শুঁয়োপোকা আর আনন্দ মানেই প্রজাপতি


তরুণ শিল্পীর চোখ উত্তরসূরির মতো আসে।


*************************************************************************************************


 সংবেদন চক্রবর্তী

বিভিন্ন পত্রপত্রিকায় লিখছেন  সর্বোপরি সুনীল গঙ্গোপাধ্যায় সম্পাদিত কৃত্তিবাস পত্রিকায় নিয়ম করে লেখা। প্রথম কাব্যগ্রন্থ দাঁড়াবার জায়গা প্রকাশনী থেকে "গোপনতা খুলে দাও স্বাধীন দুপুরে"।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন