জবা ভট্টাচার্য / দু'টি কবিতা
নিয়তি
শ্যান্ডেলিয়ারের রঙিন আলোর নিচে
সামাজিক ব্যাধির মত স্পর্ধিত আঁধার
বেহুলা নাচছে---
ওকে ঘিরে উচ্ছন্ন সময় জোনাকির মত উড়ছে
মউল গন্ধলোভী চাতক চোখ
দৃশ্যত মউবন চেটে খায়
সুরা আর নিকোটিনের লালসার প্রণিপাত
ভরন্ত লালতির বুকে--উরুসন্ধিতে--নাভিমূলে---
বেহুলার পায়েলের ঝমঝমে
দূরাগত ভাত ফোটার গন্ধ---
প্রদীপভাসানোসাঁঝে
জীবন নির্বিচারে শুষে নিচ্ছে তীব্র জলোচ্ছাস
স্মৃতি- যাপন - স্বপ্ন - ইচ্ছে
তুমুল হইচই করে গিলছে সময়ের প্রবল উত্তাপ।
দৃষ্টি ভুলেছে কটাক্ষের আতপ্ত ছোবল
লজ্জার গায়ে নির্মোহ ঝিনুক খোলশ
নোনা বালির তীর ধরে হাঁটছি--- আর ভাবছি
ভাবছি--- আরও কতোদিন?
কত ঢেউ এখনও যে বাকি!!
অবশেষে খুঁটে খুঁটে ধানক্ষেত জিতে নিলে মেঠো ইঁদুরেরা
শুনি--- এফ এম এ বাজে রবিবাউল
" এই করেছো ভালো নিঠুর হে---"
*********************************************************************************************
জন্ম, বেড়ে ওঠা, পড়াশোনা সবটুকুই কলকাতায়। বিবাহ সূত্রে উত্তরবঙ্গে আসা। ভালোবাসা থেকে লেখালিখি করা। এ পর্যন্ত সাজি, মান্দাস, বিবর্তন, সহ বহু ছোট বড়ো লিটল ম্যাগাজিনে লেখা প্রকাশিত হয়েছে। নিজের একটি কবিতা সংকলন আছে "মাধুকরী মন"।




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন