মালা ঘোষ মিত্র / দু'টি কবিতা
অঙ্কুরিত
বাকি থেকে যায় সব হিসেব,
পায়ে পায়ে উঠে আসি চিলেকোঠায়,
আপন মনে কতকিছু খুঁজি,
লাল গুলি, নীল পাখি, সেই লাল পুতুল,
খাতা ছেঁড়া ফোঁড়া,
পাতা উল্টে চলি,
শেষ হয়েছে কি কিছু,
ছবির খাতায় আঁকা-----
রঙিন মেয়েটি---, উড়ন্ত আঁচল
কেঁপে যায় হাত,
কেমন জানালা গলে -----
নিসর্গ জ্যোৎস্না,
ক্যানভাস জুড়ে
শুধুই ছবি আর ছবি ----
জল পেয়ে অঙ্কুরিত হবেই নিষিক্ত বীজ।।
সুগন্ধি
পেরিয়ে যায় অনন্ত পথ
অবশেষে পৌঁছে যায় পাহাড়ী উপত্যকায়
সেখানে আওয়াজ করে
ঝর্ণা বেরিয়ে আসে
দৃষ্টিহীনদেরও অভিমুখ ঠিক করে।
তিরতির করে অবিরল বয়ে যায় জল,
জলজ মাছ খেলা করে নিরিবিলি।
গহন জলে নেমে দেখি
ইজেল দিয়ে সাজানো সব,
নিরুপায় ঢেউগুলো।
হেমন্তে হলুদ পাতায় দুঃখ জমে
বহুদূর যায় কথাটা,
জীবনের আড়াল হয় গাছ,
গভীর দুঃখ লুকিয়ে রাখি
বিস্তারিত শিকড়ে ------
গন্তব্য ছুঁয়ে যায় কিভাবে।
সুগন্ধি আতরে থাকে এক
গভীর ভালোবাসা ------
ফোঁটা ফোঁটা হয়ে যায়
বৃষ্টি এলে ----।।
*******************************************************************************************************


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন