বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২

হামিদুল ইসলাম



হামিদুল ইসলাম / দু'টি কবিতা

কথা 








সব কথা ছুড়ে দিই দূরে 

তবু কিছু কথা থেকে যায় বুকের ভেতর 

কথাসব আত্মময় ।


কখনো কখনো চালান হয়ে যায় 

দুপুরের ঝড় 

বিকেলের কথাগুলো বর্ষা পায়ে ফিরে আসে বুকের ভেতর  

অনঘ হিমের অক্ষরে লেখি প্রচ্ছন্ন আঁধার ।


অদূরে নীলাঞ্জনা স্রোত 

বিষণ্ণ চিলের হাঁকডাক 

আমার বুকের ভেতর ঋতুমতী প্রিয় সকাল 

ভালোবাসার একগুচ্ছ ক্লোরোফিল ।


এখনো বাতাস ভারি 

একাকীত্বের পসরায় গালিচা পাতি 

ঠুনকো কথাগুলো ভেঙে ভেঙে পড়ে অনিকেত উচ্চারণে।


রিক্তহস্তে কুড়িয়ে রাখি সব কথা 

বিবর্ণ রোজনামচায় আত্মময় হয়ে ওঠে কথার উৎসব ।










রক্ত গোলাপ 

আজও ভাতগাছে চাঁদমাখা দিন 

দলিত উবাচ গন্ধ বণিক 

আজও আঁচল পেতে কুড়িয়ে রাখি অনশ্বর স্মৃতির শৈশব ।


জেব্রা ক্রসিংয়ে রাতের ব্রেক আপ 

ডাউন ট্রেণে বিলাস যাপন 


কাকতাড়ুয়া জীবন ভেঙে দেখি আমিও এক দুরন্ত ট্রেন  ।


জীবন অথৈ সংগ্রাম 

রোদ ঘাম জলে জেগে ওঠে পৌরুষ 


আজও লক আপ গেট ভাঙে হাজার হাজার নিরন্ন শ্রমিক ।


জনস্রোতে ভিজে যায় শহর 

ভেজে বিক্ষোভ ত্রাস 


পদতলে লাল লাল পিঁপড়ে। লাল আবির মেখে হাসে রক্ত গোলাপ ।

নাবাল রক্তে সন্ধ‍্যে নামে রোজ 

উড়ে যায় মিথুন হাঁস 


বলেছিলাম আমাদেরও একদিন দেখা হবে বিমূর্ত কবিতায়।


*********************************************************************************************************



হামিদুল ইসলাম

জন্ম পঞ্চাশের দশকের মাঝামাঝি। ছোটোবেলা থেকেই লেখালেখি। স্কুলের একটি ম‍্যাগাজিনে প্রথম কবিতা প্রকাশ। কলেজ লাইফে বিভিন্ন পত্র পত্রিকায় অনিয়মিত লেখালেখি। স্নাতকোত্তর শেষে একটা ছোটো কাজ। লেখা নেশা। রক্তের সাথে মিশে আছে । এ যাবৎ এগারোটি একক কাব‍্যগ্রন্থ---- @ হৃদয়ে তুমি @ প্রথম কদম ফুল। @ কেষ্টপুরের কেয়া মল্লিক। @ এই সময় অস্থির সময়। @ রমা রায়। @ শব্দে সাজাই কবিতা।@ বেলাভূমি। @ ঈশ্বরের হৃদয়ে জলের শব্দ। @ নীল সমুদ্র। @ অতল জলের বসত। @ বলয় গ্রাস। 
তিনটি ই কাব‍্যগ্রন্থ। @ এখানে আকাশ।@ হৃদয়ভূমি @ আরশিনগর। এছাড়া আছে বেশ কিছু অপ্রকাশিত নাটক ও উপন‍্যাস। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন