বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২

তনুজা চক্রবর্তী



তনুজা চক্রবর্তী / দু'টি কবিতা

সময়








সব থেকেও নেই, হাজার শূন্য স্থান-- 

ফাঁকি দিয়ে গেছে সময় নিজের মত করে।

নালিশ করিনি কখন'ও, বলাটা বোধহয় ভুল

শিখেছি ফুলের কাছে ঝরে যেতে যেতে,

রেখে গেছে তার ছোঁয়া প্রতিটা ডালে ডালে----

তারও তো ছিল আশা,

একদিন সে বেদীতে শোভা পাবে,

কবরীতে কেউ সাজাবে যত্ন করে ।

কথা দেয়নি কেউ, 

বলেনি যেওনা ঝরে----

মাটির সঙ্গে গোপন সহবাসে 

  নীরবে খুঁজেছে নিজেকে নতুন করে।

সময়কে তাই করেছি আমি মাফ,

 নিইনি আপোষ করে।






নবান্ন

রাতগুলোকে অবহেলায় ঠেলে দিয়ে 

আসে যখন প্রাতরাশের সকাল, 

শোনা যায় বিলাপের সুর।

ওই ওরা পায়ে পায়ে চলে--

 হাঁটু ঢাকা শরীরের খিদে,

মাথা ঢাকা কঙ্কাল পিছু পিছু হাঁটে ;

বুক জুড়ে স্তন মুখে শিশু

হাটখোলা ময়দানে, 

হাতে হাতে গিঁথে দেয় সবুজের আশা। 

রোদ পোড়া, হিম মাখা গায়ে নতুনের ঘ্রাণ

খুঁজে চলে আজীবন--

নবান্ন আসে, নবান্ন যায়।


******************************************************************************************



তনুজা চক্রবর্তী


জন্ম ১৯৭৬ সালের ১৭ই আগষ্ট। আশাপূর্ণা দেবীর লেখা পড়ে কলম হাতে তুলে নেওয়া। প্রথম আত্মপ্রকাশ কবিতায় ২০১৭ সালের বইমেলায় একটি লিটিল ম্যাগাজিনে। তারপর ছোটো বড়ো বিভিন্ন ম্যাগাজিনে প্রকাশিত হয় কবিতা,গল্প, প্রবন্ধ। দুটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয় পাঠক প্রকাশনী থেকে। একমুঠো অভিমান ও মেঘ ভাঙা রোদ্দুর।

২টি মন্তব্য: