বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২

প্রদীপ ঘোষ



প্রদীপ ঘোষ / দু'টি কবিতা

তাহাদের কথা 








তাহাদের ১.

আমি তখনও নবান্ন কুহক, দুলেছি এতোলবেতোল বলিষ্ঠ ধানের শিষে। শিশিরের শব্দ শুনেছি প্রহরে প্রহরে, তুমি ছুঁয়ে দিতে এলে না। কুনকেতে প্রতীক্ষা মাপতে মাপতে ইচ্ছেরা মরে গ্যাছে নীল বিষে। তোমরা যারা এলে না দীর্ঘ অপেক্ষার পরে ! বলো তাহলে আমি চলে যাই।

তখনও বৈশালীতে ধ্রুপদ গাইছিল আম্রপালী। কান্যকুব্জের জনপদে অশরীরী, বিদেহী মন। তমসে জ্বেলেছি পঞ্চপ্রদীপ। বোধিসত্ত্বে কই ! কথা রাখেননি তথাগত ও। ধর্ম কাম মোক্ষ, আমার ত্রিবেণী সঙ্গম অধরাই।












তাহাদের ২.

এই যে সকল নিয়ে হেঁটে চলা নীলিমার নীলে ! ছায়াপথে বিছিয়ে থাকা লক্ষ কোটি নক্ষত্রের আলোক সজ্জা ! অসীম গ্যালাক্সির পরে গ্যালাক্সি ! তারপরেও আরো আরো আরও ! যতদূর তত অস্পষ্ট। ভয়েজার-১ সৌরজগৎ ছেড়ে যাবার আগে একবার মুখ ফেরাত দেখলাম বিন্দুবৎ পৃথ্বী। সমুদ্রের বেলাভূমিতে এক কণা বালু। অদৃষ্ট নিয়তির মতো প্রায় অদৃশ্য কিন্তু বিরাজমান তো বটে। নইলে তো আমাদের অস্তিত্ব ও মিথ্যা। প্রণিধানযোগ্য কী বল তো ? সকল-ই আবর্তিত। নক্ষত্র নক্ষত্রে লাভার অপ্রতিরোধ্য উদ্গীরণ।

আসলে তো কোথাও কৃষ্ণসায়রে অনিকেত ইচ্ছেরা সেঁধিয়ে। ব্রহ্মাণ্ডের এতসব আয়োজন শুধু আমাদের প্রাপ্তি অপ্রাপ্তির গৈরিক নিঃস্রাব। বেকায়দা আলোচনায় একদিন স্ফূরণ। অভিলাষী ; শুধু আরেকটি মহাবিস্ফোরণ।



************************************************************************************************



প্রদীপ ঘোষ

 'দেশ' পত্রিকা সহ অন্যান্য লিটল ম্যাগাজিন, ই-ম্যাগে স্বরচিত কবিতা প্রকাশিত। ফেবুতে যথারীতি নিয়মিত। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে স্নাতক (বঙ্গবাসী কলেজ)। পরবর্তীতে আইন নিয়ে পড়াশুনা (সুরেন্দ্রনাথ ল'কলেজ) এবং জর্জ টেলিগ্রাফ ইনস্টিটিউট থেকে মেরিন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা (সিওপি)। নিজ পেশা। কলকাতা নিবাসী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন