মোহাম্মদ হোসাইন / দু'টি কবিতা
সঙ্গম শেষে
সঙ্গম শেষে বিসমিল্লাহ খাঁ'র সানাই শুনতে শুনতে শ্রীমান রবি চোখ মেলে তাকাচ্ছে
পণ্ডিত রবীশংকর, উস্তাদ আলাউদ্দিন খাঁ' তখন তন্ময় সপ্তমে...এক ধ্যান এক নিবিষ্টতায় ধুন...
সমগ্র প্রকৃতিও একাকার এক সূত্রে এক অনুধ্যান...!
...কোনো ক্লেশ নেই, দুঃখ নেই এমনই নিবিড় এমনই অবিচ্ছেদ্য সে সুর সে উচ্চারণ...!
যতবেশি বেদনা ততবেশি অরুণ ততবেশি রক্তজবা
আর ঠিক ততবেশি রাগ, ভৈরো...!
চারদিকে হাড় চুষে খাওয়ার মতো নরম রোদ
একটু একটু মাথা তুলে দাঁড়াচ্ছে শ্যামল গ্রাম, মৃন্ময় কোলাহল
কুয়াশা ভেদ করে যাচ্ছে সমকাল
মাভৈ মাভৈ ডাক তার...
আমি দেখি কবিতা যায়
মানুষের স্বপ্ন যায়
মেঘের মতো যার কোমল স্বর কোমল'গা
নিরবচ্ছিন্ন সবুজের মাঝে জীবন বসে থাকে
নিবিষ্টতার মাঝে থাকে সসাগরা বৈভব
যেমন থাকে প্রবাল দ্বীপের কিনারে ঘননীল শৈশব...
চুম্বন পেতে রেখেছে মাটি
সে মাটির বীজ এ প্রাণ
রবিদা তুমি দূরে সরে যেও না
আমাদের ভয় আমাদের চিতায় তুলে রেখেছি...!
কবিতা ডাকছে, কবিতা...
কবিতা ডাকছে, কবিতা...
শীতের টাটকা সবজির মত কবিতা
কবিতা ডাকছে, কবিতা...
সকাল বেলার নির্জনতা ভেঙে হেঁকে যাচ্ছে একটানা...
হুড়মুড় দৌঁড়ে এসে জানলা দিয়ে দেখি সকালের মচমচে নরোম রোদ একথালা কবিতা মাথায় কখনো সুতুপার কণ্ঠে, কখনো জবার কণ্ঠে হেঁকে যাচ্ছে...কবিতা ডাকছে, কবিতা...
টাটকা সবজির মত কবিতা, হরেক রকম কবিতা...
বেশ অভিনব, বেশ মুগ্ধকর...
ঘরে আর থাকতে পারিনা, পিছু নেই তার
কখনো দ্রুতলয়ে, কখনো ধীরলয়ে...হেঁকে যায়
শীতের সবজির মত টাটকা কবিতা, হরেক রকম কবিতা... কবিতা ডাকছে, কবিতা...
ছেলে, বুড়ো, বউ, বাচ্চা সবাই মুখিয়ে দেখছে
জনান্তিকে মিশে যাচ্ছে সেই ডাক, সেই কণ্ঠস্বর...
কখনো জবা হয়ে, কখনো সুতুপা হয়ে
সকালের রোদ হয়ে...একথালা কবিতা মাথায়
কী মায়াময় ডাক, ডেকে যাচ্ছে...কবিতা ডাকছে, কবিতা...
টাটকা কবিতা, মচমচে নরোম রোদের মত কবিতা
কবিতা ডাকছে কবিতা...
আমি সেই রোদের পেছনে, সুতুপা কিংবা জবার পেছনে যাচ্ছি...
রোদ হেঁকে যাচ্ছে একটানা... কবিতা ডাকছে... কবিতা...
**************************************************************************************************




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন