বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২

আবদুস সালাম



আবদুস সালাম / দু'টি কবিতা

অসত‍্য








মন খারাপের বারান্দায় উঁকি মারে মেঘ

বস্তিগুলো রোজ আত্মহত‍্যার পথে হাঁটে

প্রতিদিন ভারতবর্ষের বিকেলে আগু‌ন লাগে


মা-বোনেরা গুনছে মৃত্যুর প্রহর

নগ্ন নির্জন মুখে ছায়া ফেলেছে বিপরীত গামী সূর্য


দমকল নেভাতে পারেনি সে আগুন

রাত গড়িয়ে  হয়েছিল সকাল

ভারতবর্ষের প্রতিটি  বিকেলে না কি আগুন লাগে

এভাবেই অসত‍্যগগনে উড়ে যায় পাখি

যুগ যুগ ধরে  আমরা  পার হয়ে চলেছি  মন খারাপের সেতু









শূন্য মন

গ্রীষ্মের খরতাপে শূন্যতা গলে যায়

নিজস্ব ভূবনে খেলা করে সংশয়

ঈশ্বর ও বেভুল হয় অলীক রঙের শূন্যতা কাছে এলে


মদের গেলাস শূন্য হলে দেখি অপমান পড়ে আছে গ্লাসের তলায়

অবক্ষয় জুড়ে শুধুইঅন্ধকার

মুখ থুবড়ে পড়ে আছে সম্পর্কের দলিল


শরীর জুড়ে ডানা মেলেছে অবসাদ


*****************************************************************************************************



আবদুস সালাম


জন্ম ১৭ই জানুয়ারি ১৯৫৭ সালে  বীরভূম জেলার খলিলপুর গ্রামে মাতুলালয়ে | ছোট থেকেই প্রতিকূল পরিবেশের সঙ্গে লড়াই করে জীবন সংগ্রাম চালিয়ে গেছেন| কিন্তু কঠিন বাস্তবতা তার হৃদয়ে মননে কোনভাবেই বাসা বাঁধেনি | মননে  সবসময়ই ভালোবাসার অনুরণন ঢেউ খেলে চলেছে| সকল মানুষকেই ভালোবাসাই কবির ধর্ম| সেই ভালোবাসাকে কবিতার  মাধ্যমে প্রকাশ করে চলেছেন | প্রথম কবিতা প্রকাশিত হয় কলেজ ম্যাগাজিনে | কবিতার জগত  চারণভূমি হলেও ছোটো গল্প ও প্রবন্ধ লেখাতেও সিদ্ধহস্ত|
প্রকাশিত গ্রন্থ:- নিস্তব্ধতা এসে কথা কয় ২০১৮, হলুদ পাতার মতো মৃত্যু ঝরে২০১৯, অলীক রঙের বিশ্বাস২০২০
যৌথ কাব্যগ্রন্থ,_মেঘের রং শীত ১,২, শব্দ ঘুড়ির আকাশ| বর্তমানে তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক|


1 টি মন্তব্য: