আবদুস সালাম / দু'টি কবিতা
অসত্য
মন খারাপের বারান্দায় উঁকি মারে মেঘ
বস্তিগুলো রোজ আত্মহত্যার পথে হাঁটে
প্রতিদিন ভারতবর্ষের বিকেলে আগুন লাগে
মা-বোনেরা গুনছে মৃত্যুর প্রহর
নগ্ন নির্জন মুখে ছায়া ফেলেছে বিপরীত গামী সূর্য
দমকল নেভাতে পারেনি সে আগুন
রাত গড়িয়ে হয়েছিল সকাল
ভারতবর্ষের প্রতিটি বিকেলে না কি আগুন লাগে
এভাবেই অসত্যগগনে উড়ে যায় পাখি
যুগ যুগ ধরে আমরা পার হয়ে চলেছি মন খারাপের সেতু
শূন্য মন
গ্রীষ্মের খরতাপে শূন্যতা গলে যায়
নিজস্ব ভূবনে খেলা করে সংশয়
ঈশ্বর ও বেভুল হয় অলীক রঙের শূন্যতা কাছে এলে
মদের গেলাস শূন্য হলে দেখি অপমান পড়ে আছে গ্লাসের তলায়
অবক্ষয় জুড়ে শুধুইঅন্ধকার
মুখ থুবড়ে পড়ে আছে সম্পর্কের দলিল
শরীর জুড়ে ডানা মেলেছে অবসাদ
*****************************************************************************************************




অসাধারণ একটা সংখ্যা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।
উত্তরমুছুন