বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২

কবিতা * পঙ্কজ মান্না


 

পঙ্কজ মান্না / দু'টি কবিতা

এসো হে রঙের মাসে

                            

হয়তো থাকবো না কাল হয়তো থামবে চলা

হাসবে মাথার উপর শুভময় চন্দ্রকলা

আমিও যোগ বিয়োগের বেনামী জটিল খেলায়

হয়তো পড়বো ফাঁদে অনালোক সন্ধেবেলা 


সহজ  এ পথ চলাটি পুরাণের বাস্তুমাটি

হয়তো ফুরিয়ে যাবে সোনালী আমন আঁটি 


তোমরা রাখবে মনে! কখনো সংগোপনে

জ্বালিও ধূপের কাঠি জলজ গোপন মনে 


হয়তো থাকবো না কাল হয়তো থামবে চলা

আমিও হারিয়ে গেলে ফুরোবে গল্প বলা 


আজ তো তোফা-ই আছি,দুটো দিন কাব্যে বাঁচি

এসো হে রঙের মাসে জীবনের সঙ্গে নাচি












পরিযায়ী মন

বড় আলুথালু চাঁদ আসে তমালের ঘাটে

কী হবে কবিতা লিখে ! উঠে যাক লাটে 


ওরে মেয়ে,

আমি তো পথিক শুধু,মনও পরিযায়ী 


দিন গায় রজনীও গায় ...

মরণে অধিক সুখ রমণের চেয়ে 


কত কী যে ভয়ে মরি ! তবু রূপে ডুবে ভেসে উঠি ফের 

কী যে ভালো বাঁচা-মরা! ভালো লাগে দেখে ! 


বড় আলুথালু চাঁদ আসে কবিতা-খাতায়...

কীসে যেন ঘোর কাটে 


ও-পারের চিঠি নিয়ে ন'টার তুফান মেল

জ্যোৎস্না-স্তবক চিরে ছুটে যায় হুইসেল হেঁকে


****************************************************************************************************



পঙ্কজ মান্না

 জন্ম ১৯৫১ সালের ১৫ এপ্রিল পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলে কদমডিহা গ্ৰাম।
ইংরেজি সাহিত্যে স্নাতক।
সরকারি চাকরি শেষে এখন অবসরপ্রাপ্ত।
বর্তমানে কলকাতাবাসী।
কবিতার সাথে বসবাস ও সহবাস বিগত  প্রায় ৫০ বছর।
প্রকাশিত কাব্যগ্রন্থ ৯ টি---
শূন্যতেই ফেরা * ডাকনাম ভালোবাসা * ক্লান্ত ধ্রুবতারাকে বলি * রং রুটে কতদূর যাবে* প্রাক্তন ফাল্গুন জানে * উজান হাওয়া * আট পংক্তির জীবনকথা * ছায়ার সাথে এ-ঘর ও-ঘর * আলোপাখি
শেষ প্রকাশিত "আলোপাখি"
কাব্যগ্ৰন্থ ১৪২৮ সালের পয়লা বৈশাখ। 
প্রকাশক- কবিপত্র প্রকাশ


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন