বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২

ইন্দ্রাণী সেনগুপ্ত



ইন্দ্রাণী সেনগুপ্ত / দু'টি কবিতা

অ-উ-ম ছুঁয়ে 








একটি শিশু মুগ্ধনয়ন 

স্বপ্নঘুমে আমার কোলে 

মাতৃদুগ্ধ ফেনিল ধারায় 

ভাসছে বুলি বর্ণ মালায় 


ধ্বনি মোড়কে প্রথম গান 

বাজছে শুনি 

কল্লোলিনী 

অ-উ-ম ছুঁয়ে যাবে কোথায় 


উচ্চারণের নূতন নেশায় 

মায়ের ঘ্রাণে বর্ণজ্যোতি 

সাজানো মোতি .......

প্রথম কথা কুসুম ফোটায়













বিরহ কাউকে পাক্কা মাথার চালক বানায় নি 

বিচ্ছেদের পৃথিবীর ওপর  দিয়ে হেঁটে না গেলে 

বিচ্ছেদের কবিতা প্রলাপ তো  মনে হয় 

ঠিক যেমন একজন নভোচারী জানেন 

মহাকাশ ভ্রমণকালে 

কী সাংঘাতিক অভিজ্ঞতা হয় 


পাঠক, তুমি কবির সঙ্গে হেঁটে চলেছ 

সেই মহাকাশে, কবি এখানে আর 

জাগতিক নিদ্রা বা সঙ্গসুখের ভ্রম এ

থাকতে চান না .............


যে যন্ত্রণায় চন্দনগন্ধ  বিবশ করে দেয় 

সে শুধু বিরহের উন্মাদনা জেনো 

আর বসন্ত শেষের রিক্ত কৃষ্ণচূড়ায় 

প্রকৃতির নৃত্য ভঙ্গিমা বদল হতে থাকলে 

তোমরা ভাবো প্রেম কর্পুরদানিতে জ্বলছে 


বিরহীর বসন্ত ফুরিয়ে যায় না কভু 

সেখানে সুখপাখি আর শরবিদ্ধ পাখি একাকার 


রুমির কবিতা কবিতার শেয়ার মার্কেটের 

বহু যোজন দূরে হেঁটে যায়....

কবি এই বসন্তে 

শুধুই একজন বিরহতাত........


************************************************************************************************


ইন্দ্রাণী সেনগুপ্ত 

ইন্দ্রাণী সেনগুপ্ত, জন্ম 14th মার্চ, 1960, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, ভারত। 
পেশা- অধ্যাপনা 
মুক্তির সাধনা ‐--   কবিতা লেখা ও ঝরঝরে গদ্য লেখা 
কবিতা লেখার শুরু বিবাহিত জীবনের ভাঙনের   মুহূর্তে ,1995 এ।
প্রথম কবিতার বই প্রকাশ 2015 , প্রতিভাস, কলকাতা। 
 বর্তমানে Single Mother কে কেন্দ্র করে একটি উপন্যাস লেখার কাজে নিজে যুক্ত।

                                                                  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন