বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২

অণুগল্প * প্রদীপ দে



ণুগল্প সাহিত্যের একটি বিস্ময়কর শাখা। ' বিন্দুতে সিন্ধু দর্শন ?' ঠিক তাও নয় যেন, বিন্দুতে সপ্তসিন্ধু দশ দিগন্ত চকিতে উদ্ভাসিত হয়ে ওঠে সার্থক অণুগল্পে। তেমনই একটি অসাধারণ অণুগল্প এবার আমরা পড়ছি , প্রদীপ দে-এর কলমে -----


স্বপ্নের টানাটানি

প্রদীপ দে 

সেই কথায় আছে না? ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে! আমাদেরও সেই দশা! স্থান, কাল, পাত্র অবিবেচ্য বিষয় হয়ে পড়ে যখন আমরা সূযোগ পেলেই আমাদের নাই মামার ধন একটিই সেই সাহিত্য নিয়ে কাটাছেড়া করতে ব্যস্ত থাকি, যেমন হল গতকাল সন্ধ্যায় ……


ঘুম আসছে না …ঝিমুনি এসে ফিরে গেল, স্বপ্নের ভাড়ারে টান পড়েছে। কেন এত অভাব? সব্বাই যে লুঠে নিচ্ছে। 

--   না না, ভাগ বাটোয়ারা হবে না। আমি একাই স্বপ্ন দেখবো। আমি ওকে কিনে নিয়েছি যে…

পিছনে কাটি দিতে কেউ ছাড়ে না,

--  স্বপ্নকে কি কেনা যায়?

আমিও কম যাই না। একগাল শুনিয়ে দিয়েছি, পাশের বাড়ির হনুকর্তাকে,

-- আপনি আপনার মতন কথা বলেন। স্বপ্নকে যদি নাই বা কেনা যায় তাহলে জমি কি করে কেনেন? বউ কি করে পোষেন?

--  আগের দুটো কি এক হল? আর বউ পুষি মানে?

--  কেন নয়? বউ তো আপনার একার? তাই না ? আর বাকী পড়ে রইল স্বপ্ন আর বাড়ি? ওই দুটি আসলে  একটা মাটি অন্যটা হাওয়া।

লোকটা আমায় পাগল ভেবে কেটে পড়ল। আমার ধান্ধা স্বপ্ন আসুক আর সঙ্গে সুন্দরী। ওকে নিয়েই তো রাত কাটে। বেকারের বাস্তব নেই। মাটিও নেই। আছে শুধু হাওয়া আর মনটা উঁচু তাই স্বপ্নজালে নিজেকে জড়াই সুন্দরীকে জড়াতেই!

আর এখন সেই স্বপ্নের অভাব!

স্বপ্নসুন্দরীরা এখন সুযোগসন্ধানী যে …! 


***********************************************************************************************************



প্রদীপ দে 

লেখক  নেশায়। পেশা ছিল হিসেবনিকেশ।  বয়স -৬২ । কলকাতা নিবাসী। বিবাহিত।
নিজের লেখা কয়েকটি বই আছে।


1 টি মন্তব্য: