নানা সুর ও স্বরের প্রবন্ধবিচিত্রা
তন্ময় রায়
প্রবন্ধ সাহিত্যে অশোক সাহা একটি পরিচিত নাম। বিভিন্ন বিষয়ে তাঁর বহু প্রবন্ধ ছোট বড় নানা পত্র পত্রিকায় প্রকাশিত হয়ে আসছে। তাঁর মননঋদ্ধ আলোচনা আমাদের সমৃদ্ধ করে। সম্প্রতি তাঁর একটি প্রবন্ধগ্রন্থ আমাদের হাতে এসেছে।
প্রাবন্ধিক অশোক কুমার সাহা লিখিত 'প্রবন্ধ সংকলন ও বৃহত্তর চাঁদপাড়ার নাট্যচর্চার ইতিহাস' একটি মূল্যবান বই। বইটিতে রয়েছে বিভিন্ন বিষয়ে লেখা ৩১ টি প্রবন্ধ আর বৃহত্তর চাঁদপাড়ার নাট্যচর্চার ইতিহাস। এবং সেই সঙ্গে 'সুভাষ তুমি' নামে একটি প্রতিবেদন ভিত্তিক সাক্ষাৎকার। বইটির মূল বিশেষত্ব এই, প্রবন্ধ গুলি আয়তনে ছোট হলেও, লেখকের বর্ণনাগুণে, তথ্য পরিবেশনে, দেখার নিজস্ব দৃষ্টিভঙ্গিতে সুখ্য পাঠ্য হয়ে উঠেছে। বিষয়ে প্রবন্ধগুলি বহুগামী বিচিত্র পথের অনুসারী। ভ্রমণ, শিক্ষা, রাজনীতি,ও সমাজ জীবনের নানাদিক এবং অবশ্যই নাট্যচর্চার ইতিহাস অনুসন্ধান। সৃষ্টিশীল মানুষের প্রধান ঐশ্বর্য তার কল্পনাশক্তি । শুধু বই পড়া জ্ঞান কুয়োর ব্যাঙের মতো হতে পারে । কিন্তু সেই জ্ঞান যখন লেখক এর কল্পনা শক্তি ও বোধের দ্বারা জারিত হয়, তখন তা আর শুষ্ক পুথি জ্ঞান থাকেনা, হয়ে ওঠে সাহিত্য
রসাশ্রিত অমৃত, যা এই প্রবন্ধগ্রন্থটিতে আমরা পাই। '১৪২১ বঙ্গাব্দেও যদি কবিগুরু থাকতেন' 'পথ ও নিসর্গ প্রকৃতির সূত্রে গ্রথিত চাঁদের পাহাড়' কিংবা 'বই ও বোধ বুদ্ধি' 'বাজিয়ে রবি তোমার বীণে' 'এক যে ছিল বিদ্যাসাগর' 'সাহিত্যে হাওলার' প্রভৃতি প্রবন্ধ গুলি নিঃসন্দেহে এই গোত্রের।
তথ্যসমৃদ্ধ রচনাগুলিও সমান আকর্ষণীয়। যেমন 'নোবেল নেপথ্যে' ' নৈতিক, রাজনৈতিক ও রবীন্দ্রনাথ' 'মুখের ভাষা ও লেখার ভাষা' বাংলা গীতাঞ্জলি এবং ইংরাজি গীতাঞ্জলি (Gitanjali--Songs offerings)- এর মধ্যকার পার্থক্য, নোবেল পুরস্কার কী বিশদে তথ্যসহ আলোচনা করেছেন।
'বাংলা পদ্য, কবিতা ও আবৃত্তি' এই গ্রন্থের অন্যতম একটি বিশেষ গুরুত্বপূর্ণ রচনা। যেখানে লেখক 'পদ্য, কবিতা ও আবৃত্তি'র মধ্যকার সম্পর্ক বা সূক্ষ্ম পার্থক্য গুলির সম্পর্কে আলোচনা করেছেন।
বইটির প্রচ্ছদ আর একটু আকর্ষণীয় এবং মুদ্রণ প্রমাদ বিষয়ে সতর্কতা অবলম্বন জরুরী ছিল।
পরিশেষে বইটির বহুল প্রচার ও প্রসার কামনা করি।
প্রবন্ধ সংকলন ও বৃহত্তর চাঁদপাড়ার নাট্যচর্চার ইতিহাস
অশোক কুমার সাহা
প্রকাশক: অশোক কুমার সাহা
চাঁদপাড়া, উত্তর চব্বিশ পরগনা।
মূল্য ১২০ টাকা



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন