গৌতম পাত্র / দুটি কবিতা
স্বপ্নচারী
উড়ছি উড়েই যাচ্ছি। হয়তো আকাশে কিম্বা বাতাসে।
ঢেউয়ের মতো লয় তাল ছন্দে
তবু অধরা থেকে যায় বর্ণপরিচয়
হেঁটে রাস্তা পার হ ও য়া মানুষের ধর্ম
আমি সে সবের তোয়াক্কা করিনা।
অথচ পূর্ব পুরুষের অরিয় প্র থা এখনো বিদ্যমান।
আর আমি খুঁজে বেড়াচ্ছি মানবতার অক্ষর অ আ ক খ।
জ্যামিতিক
ঘুর্নায়মান পৃথিবীর কৌনিক বিন্দু
ছু্ঁয়ে ছুঁয়ে দেখি মানবতাবাদ জ্যামিতিক
হারে ক্ষ য়ি ষ্নু কিনা। কিম্বা জন্ম গত পাপ
ডিম্বক ঠিক কতটা মিশেল রঙে
বিকিয়েছে পৌরুষ।
আসলে বাক্সের ভেতরে থাকা কম্পাসে মরচে
যেন দগদগে ঘা। অথচ এমনটা হওয়ার কথা ছিল না ভূগোলে।
তবু খাঁটি থেকেছে প্রকৃতি র গাছ
পাখি এবং প্রিয় জন্ম ভূমি।
*****************************************************************************************
গৌতম পাত্র
বালিসাই পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন। জন্ম : ২ জানুয়ারি ১৯৬৫ । বিভিন্ন পত্র পত্রিকায় নিয়মিত লিখে থাকেন। দুটি কাব্যগ্রন্থ রয়েছে তাঁর। আত্মহত্যার শেষ সময় (২০০৬) এবং দৃশ্যপট ( ২০১৬) এছাড়া ' শব্দরেণু ' নামে একটি সাহিত্যপত্রিকা সম্পাদনা করেন।




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন