প্রাণজি বসাক / দুটি কবিতা
নামে নাম
নামে নামে নাম রেখে ভিজে ওঠে রাতের চাঁদ - নাম
ধরে ডাকলেই ত্রিভুবন কেঁপে ঢেউ ওঠে মিহি আঁধারে
দিনকালের জপমালা নগরকীর্তন শেষে ক্রিয়াকলাপ
আরও দুরন্ত রাঙা পসরা সেখানে আগুন রঙ জ্বলে
আগুন জ্বলছে দিগ্বিদিক চারদিকে রোজকার মতোই
পোড়া পোড়া ছাইভষ্ম ওড়ে নিমিষে আকাশে বাতাসে
মাঠে ময়দানে বসেছে গানের পালা সেখানে ফুলকি
উড়ে আসে - ইতিমধ্যে ভুলের কতকিছু শিখে নিয়েছি
আলাপে আলাপে জমে ওঠে মিথষ্ক্রিয়া গোধূলিবেলা
শুধু মানুষের নাম কতনা সুগন্ধি ছড়ায় সময় সাপেক্ষে
বৃক্ষের স্বরলিপি
প্রতিদিন একটু একটু করে খুলে পড়ি বৃক্ষের স্বরবর্ণ
ব্যঞ্জনবর্ণ - ডালপালা আনন্দে বাড়ে ফোটায় ফুলেল সুরভি
পাখিরা গড়িমসি করে উড়ানে শীতল আশ্রয়ে
গড়ে খড়কুটো বাসা ডিম পাড়ে আর ওম দেয় ডিমে
প্রতিদিন তুলে রাখি অ আ ক খ কচি কচি শীষপাতা
দু’চোখে ফুটে ওঠে ফুল ও ফল আর সবুজ স্বরলিপি
পাখিরা উড়ে চলে গেছে দূর আকাশে চাঁদের আলোয়
কে তবে ঋণী - মানুষ তবু অভিমানে দূরে সরে দাঁড়ায়
বৃক্ষ জানে বৃক্ষজন্মে প্রতিদিনের মানুষেরাই পরমবন্ধু
মন সুখে বিলোয় ছায়া মানববৃক্ষে জন্মায় ভালোবাসা
***********************************************************************************************
পেশায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসক ও নেশায় কবি। হিন্দি বলয়ে বাংলা ভাষার কবি। কবিতাই একমাত্র জীবনের ওষধি, একথায় বিশ্বাসী। স্কুল ও কলেজ জীবন কেটেছে উত্তরবঙ্গের তুফানগঞ্জ তথা কোচবিহার শহরে। চাকরিসূত্রে রাজধানী দিল্লিবাসী প্রায় ৪৩ বছর। আইআইটি দিল্লির ক্যাম্পাসে এবং আশেপাশে কাটালেন দীর্ঘ জীবন। কবিতা আড্ডা জমে ওঠে এখান থেকেই।
খোলবাদক পিতা ছিলেন তার কবিতার প্রেরণা। মূলত লিটম্যাগের কবি। কবিতা ছোটোগল্প অণুগল্পে তিনি স্বতঃস্ফূর্ত। দেশবিদেশে বহুবার সম্মানিত। বাংলা কবিতা নিয়ে বহুবার বাংলাদেশ এবং দুবার ইউরোপ ভ্রমণ করেছেন।
রূপসী বাংলা পুরস্কার, বনানী পুরস্কার , ভারত- বাংলাদেশ সাহিত্য সংহতি পুরস্কার, শৃন্বন্তু সারস্বত সম্মান, উত্তর বাংলা পুরস্কার,তিনবাংলা সম্মাননা উল্লেখযোগ্য। বিভিন্ন সময়ে তিনটি পত্রিকা এবং দুটি কাব্যসংকলন সম্পাদনা করেছেন। তাঁর রচিত কাব্যগ্রন্থের সংখ্যা ২২ টি।






কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন