জয়িতা ভট্টাচার্য / দুটি কবিতা
সর্বনাম
এইসব রাতে কাক ডেকে ওঠে
বোকা কাক!
জ্যোত্স্না কে দিন ভেবে!
এসব অনেক ভুল ধুলোকণা হয়ে বাতাসে ভাসছে!
ভুল করে আমরাও....
প্রাচীন মমির মতো কথারা
ফসিল,
কানামাছি ঘুরপাক দুর্বিপাকে!
ব্যর্থ লিবিডোর কথা যত
লোনা হাওয়ায়
শিৎকার সঙ্গীতে......
শূন্য থেকে শূন্যে।
এইসব ভুলেরা আবার জন্ম নেবে,
একদিন আমাদের মতো ভুলভাল
ভালোবেসে।
পূর্ণিমা বিছানা শরীর আগুনে দেবে
জলের প্রপাতে
দশক
অবনত হতে হতে ধুলো
প্রতিদিন নীচু করি ঘাড়।
ধুলোতেও বড়ো ছোটো কীট
মাটি পথে মিশে থাকে মাস
কাগজের ঠোঙা পোড়া বিড়ি
ওখানেও দল বারোমাস।
বাতাসের দলে যোগ দিই আমি
যদি ওপরের দিকে যেতে পারি।
প্রতিবাদ করে ছুঁড়ে ফেলি প্রেম
প্রতিবার দাউ দাউ জ্বলি।
কুয়াশায় কালো ঝুল ধুলোঝড়
পুনরায় ওই মাটি,জল,খড়।
অবনত আমি কোনঠাসা থেকে
অবিরাম এই শূন্যের দশকে।।
*************************************************************************************************
কলকাতা নিবাসী সাহিত্যিক জয়িতা ভট্টাচার্য পেশায় শিক্ষক। অল্প বয়স থেকে লেখালিখি। প্রধানত মানবাধিকার বিষয়ক বুলেটিন ও খবরের কাগজে লিখতেন। প্রথম প্রেম কবিতা। এযাবৎ চারটি কবিতার বই,একটি গল্পের বই ও একটি উপন্যাস প্রকাশিত। লিখেছেন অসংখ্য সংকলনে। এছাড়াও নিয়মিত প্রবন্ধ, ও অনুবাদ কবিতা লেখেন বৈদ্যুতিন ও মুদ্রিত পত্রিকায়। পেয়েছেন সরকারি ও সাহিত্য গোষ্ঠীর নানা সম্মান।




খুব ভালো লাগলো দুটি কবিতাই
উত্তরমুছুন