কবিতাগুচ্ছ * বিমান কুমার মৈত্র
যদি
অনেক কিছুই বলা হয়ে ওঠেনি: : :মুখ
তুমি কতটা আমার
আর কতটা প্রচ্ছদের
তার কাছে অসমাপ্ত ঢেউয়েদের
ফিরে যাওয়ার কথাগুলি
বলা যায় কিনা সে কথাও....
ঠোঁট থেকে খসে পড়া
বিলম্বিত স্খলনের কথা
কিংবা চোখ থেকে উপচে পড়া
আকাশের মুক্তাশ্রয়ী পরিযায়ী
পাখিদের যেমন দেখেছি
সেই ক্রমগ্রন্থনাও....
অনেক কিছুই বলা যেত
এবং অনায়াসে গড়া যেতো
আরো কয়েকটি জীবন
হাতে হাত , কাঁধে কাঁধ দিলে।
সাধারণ সমীকরণ নও হে তুমি
নিস্তব্ধতার মাঝে এসপ্ল্যানেডে
বাতাসের তেইশ ডিগ্রী ওলন
হলে প্রান্তরের ঘাস-শীর্ষের
রুক্ষ-গভীর থেকে
উঠে আসে উদগ্র দুপুরের
দারুনিশা মরিচীকাগুলি
মাঝে মধ্যে প্রকৃতির সান্নিধ্য
বিরহ এবং বসন্ত সমাপতনের
অন্তর্গত ঝাপসা আকাশে
আমার বসন্ত সন্ধ্যা
পূর্ণতাগামী চাঁদের একটি
দ্বিঘাত সমীকরণের স্থিরচিত্র।।
চিরন্তন
রিফিলের মৃত্যুর সাথে যে কবিতাটির
স্ট্রোক হয়ে যায়
কোন super speciality-এর পথে
তার কবিতা প্রাপ্তিকে
ঝুরো কবিতা বলা যেতে পারে
সে কোমাস্থিত হলে তাকে
প্রিয়বর্ণ ধারাবাহিকতা ...
কবিতাটিকে হত্যা করা হলে
তখন সেই মর্গবাসীকে শহীদ
আর কবিতার কাগজপ্রাপ্তি
নিয়ে তো কোন কথাই হবেনা
কোন ক্ষেত্রেই কবিতা বানাতে
অসুবিধা হবার কথা নয়
শুধু বসন্তে আমি কবিতা লিখবোনা
সকাল থেকে দুটো ঘুঘু
সারাদিন ধরে আমাকে
বসন্তের কবিতা লেখায়
বসন্তের গান শোনায়
ডিমের ওপরে ওম রেখে--
বসন্ত রচনায় কোনদিন
নাম্বার পাইনি কেন
সেটা নিয়ে গবেষণা করে
এগিয়ে যাবার জন্য
প্রযুক্তি যুগের কবির নাম
Robert John Downey Jr.
হতে পারে কিনা ভাবা যেতে পারে
কৃত্রিম জরায়ু, ডিম্বকোষ আর শুক্রাচার্যের
মর্ত্যে আগমন হলে
গীতগোবিন্দের পরবর্তী সংস্করণ
হবে কি না সেটা নিয়ে জয়দেব
কতটা চিন্তিত তার চেয়ে
সাহিত্যে উক্ত প্রত্যঙ্গগুলির
ভূমিকা নিয়ে টনি সার্কের
মতামতটাও জানা দরকার
নিষ্কাম প্রেমের কবিতার উদাহরণ
উপনিষদে আছে কিনা
সেটা তেমন জানার দরকার নেই
কৃত্রিম পোল্ট্রি শিল্প
ব্রেক-ইভ্ন পয়েন্ট ছুঁলে
কার্বস আর শাকসবজি
শুরু করে দেয়া যায়।
তার আগে অনেক কাজ:
১) তপসেকে একবার পাঠাতে হবে
হিউম্যান বেবি ক্রেশের জন্য
২) কবি শেঠীর একটা সাক্ষাৎকার তাছাড়াও..... পিনাকী জ্যেঠুর কাছে...
হাঁটার কথা
প্রত্যেক পদক্ষেপই কিছু না কিছু
নতুন আঙ্গিক সিদ্ধ
যা তার নিজস্ব চেতনার
উজানে পরাশরগামী
দাঁড় টানাই বড় কথা
কোথায় পৌঁছতে হবে নয়
স্থান-কালের চিত্রলেখ বিন্দুই
পথকে হাঁটায়
যেখানে গিয়ে থেমে যেতে হয়
সেটাই গন্তব্য স্বীকার করে নিলে
সমস্যা থাকে না
সমস্ত গীতগোবিন্দপুরেই
ওয়াশিং মেশিন থাকে।
**************************************************************************************************




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন