শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩

অণুগল্প * দেবাশিস সাহা



নিঃশব্দ বিস্ফোরণ

দেবাশিস সাহা 


দিঘা না পুরী না, কাশ্মীর বা কন্যাকুমারীও না, ওরা এসেছে না-আসা না-চেনা কোন এক অনন্ত সরোবরের অনিঃশেষ নীলে মিশে যেতে হারিয়ে যেতে, যেখানে হারালে হারানোর নেশায় পেয়ে বসে, অর্থ বা অশ্রু সঞ্চয় আছে যা যতটুকু, ঢেলে দিতে ইচ্ছে করে উজাড় করে। ওরা, মানে, অসীম আর ওর ছায়ার নিবিড়তম অতিথি যে-জন। দু'জনই-বা বলি কেন, আসলে তো ওরা একজন, একই মুদ্রার এপিঠ -ওপিঠ।


আর এই দু'-পিঠ যখন মিশে যায় ছোট্ট একটা বিন্দু হয়ে, কিংবা হারায় মহাশূন্যে, তখনই উলোটপালোট তখনই নিঃশব্দ বিস্ফোরণ...অসীমের কষ্টার্জিত ঘাম অশ্রু মেশা সাধের মানব জমিনটুকুয়...কান্নায় ভাসে দুয়ারে অপেক্ষায় আছে ওর যেসব প্রিয়জন।


সব হারিয়েও আরও হারাতে ইচ্ছে করে অসীমের। হারানোর মধ্যে যে এত আনন্দ আনন্দের উদগীরণ  কালাকালহীন যে অন্বয়, তাই ওকে নিয়ে যায় কোন অচেনায় অজানায়... তাই দিঘা না পুরী না, কাশ্মীর বা কন্যাকুমারী ও না...


*****************************************************************************************************











******************************************************************************************************

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন