বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩

হামিদুল ইসলাম




হামিদুল ইসলাম / দুটি কবিতা

পরিযায়ী প্রভাত

                          







তখনো শান্ত আত্রাই

আমার চোখে চোখ রেখে হেঁটে যাচ্ছে প্রসন্ন স্মৃতি

জেগে উঠেছে জুঁইফুল

সারি সারি উপত্যকা জুড়ে কেবল বসন্ত পায়ের চাপ ।


দামাল কথাগুলো সাজিয়ে রাখি

সালতি বোঝাই আশা

পাহাড় প্যাঁচানো পথে নেমে আসছে রাতের রজনীগন্ধা ।


হাতের গভীরে হাত

উষ্ণ। প্রখর

গীতাঞ্জলি আঁকা মুখে বৃষ্টি নামে। দুচোখে ঘুমঘোর ।


তখনো নৈবেদ্যের ফুল ঝরে পড়ে

সারা ব্যালকনি জুড়ে বিলুপ্ত ছায়ার জনপদ

হৃদয়ে সাঙাই সুবাস

বারবার বাসি ঠোঁটের উদগ্র বাসনায় ভরে ওঠে নক্সিকাঁথার মাঠ ।



তখনো আস্তিন গুটিয়ে বসে থাকি

ফিরে আসে যাযাবর পাখি। ফিরে আসে পরিযায়ী প্রভাত।


 










কঙ্কাল 

বিকেলের আঁচে ফিরে আসে রোদের মিছিল

রোদে পোড়ে কলাবতী চাঁদ

মন্দাসে ভাসে রোচনামচা জীবন। লক্ষিন্দরের লাশ           


লাশ থেকে তুলে আনি মায়া

ফুলে ফুলে সাজাই অনিত্য যাপন

আমার প্রিয় আকাশ


সায়রের জলে ভাসে মেঘ

ডানা ভাঙা দিন

কবিতার বীজে বলয় গ্রাস। নাবাল জমিনে কায়া ছায়া বিবাদ


যারা ফিরে আসে তারা বাঁচে

বাকিরা ফিরে যায় পরীক্ষাগারে

 

অবশেষে পড়ে থাকে মানব কঙ্কাল 



************************************************************************************************



হামিদুল ইসলাম


জন্ম পঞ্চাশের দশকের মাঝামাঝি। ছোটোবেলা থেকেই লেখালেখি। স্কুলের একটি ম‍্যাগাজিনে প্রথম কবিতা প্রকাশ। কলেজ লাইফে বিভিন্ন পত্র পত্রিকায় অনিয়মিত লেখালেখি। স্নাতকোত্তর শেষে একটা ছোটো কাজ। লেখা নেশা। রক্তের সাথে মিশে আছে । এ যাবৎ এগারোটি একক কাব‍্যগ্রন্থ---- @ হৃদয়ে তুমি @ প্রথম কদম ফুল। @ কেষ্টপুরের কেয়া মল্লিক। @ এই সময় অস্থির সময়। @ রমা রায়। @ শব্দে সাজাই কবিতা।@ বেলাভূমি। @ ঈশ্বরের হৃদয়ে জলের শব্দ। @ নীল সমুদ্র। @ অতল জলের বসত। @ বলয় গ্রাস। 
তিনটি ই কাব‍্যগ্রন্থ। @ এখানে আকাশ।@ হৃদয়ভূমি @ আরশিনগর। এছাড়া আছে বেশ কিছু অপ্রকাশিত নাটক ও উপন‍্যাস। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন