বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩

যুগল কিশোর দাস অধিকারী




যুগল কিশোর দাস অধিকারী

ভগ্ন সেতু








ঐ পথ দিয়ে আমাদের আসা যাওয়া,

ওখান দিয়েই আসতো খোলা হাওয়া,

ওখানে বসেই প্রাণের দেওয়া নেওয়া

ওখানে মোদের স্বপ্নের চাওয়া পাওয়া।

এখানে বসেই হৃদয়ের লেনদেন

ও সেতু ছিল স্বপ্নের উপবন।


আজ তার হাড় জির জিরে দশা,

সমস্ত শরীর পলেস্তরা খসা,

নখ দাঁত আছে শরীরটা মেদ হীন,

জীবনটা আছে শ্বাস চলে অতি ক্ষীণ।

গুরুভার বয়ে সয়েছে অনেক যাতনা,

শুকিয়ে গিয়েছে রস, আর কামনা বাসনা;

মেকি পলেস্তরায় এ সেতু টিকবেনা !

শুধু হতাশায় ওপরের দিকে চেয়ে থাকি,

যদি কোনো দিন জোড়া লাগে -

মিটে যায় এ দূরত্ব ফাঁকি।













***********************************************************************************************



যুগল কিশোর দাস অধিকারী

 অবসর প্রাপ্ত কর্মচারী। বেসরকারি প্রতিষ্ঠানে ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস ইনচার্জ ছিলেন। ২০২১ এ অবসর গ্রহণ করেছেন। শিক্ষা M  Com, B Ed, Foreign Trade Mgt  । বর্তমান লেখালেখি বাগান, ও কিছু সমাজসেবা মূলক কাজ করেন


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন