কবিতাগুচ্ছ * উদয় ভানু চক্রবর্তী
বেঁচে থাকা
১
কত দিন যে হলো পাশের লোকটার দিকে
তাকাতে ভুলে গেছ তুমি,
এই যে কমে আসছে বন্ধু সংখ্যা,
বাড়ছে দীর্ঘশ্বাসের মারাত্মক অবসর- তুমি কি চাও না,
আলোগুলো জ্বলুক আবার,
আসুক কেউ,
হাঁটুক সাথে, হৈ চৈ আড্ডা গল্প, চা সিগারেট,
মনে হয় না যে পাশের লোকটা যদি চেনা হতো,
কিছু কথা হতো,
সারা জীবন না হোক,
নেহাৎই ক'টা দিন!
২
আহা কেউ বলেনি তো মেঘের ভেতর এত বৃষ্টি জমা ছিল,
ঠোঁটের ভেতর লুকোনো কত চুমু,
অথবা চোখের জলের ভেতর হারানো অজস্র সমুদ্র!
তুমি কি ভেবেছিলে -
কাল আমরা দুটো অনির্দিষ্ট পথে হেঁটে যেতে যেতে
এভাবেই হঠাৎ হারিয়ে যাব,
তবু আজ এখনও তো অনেক বাকি মোহিনী,
এসো পার্ক অবধি হেঁটে আসি নাহয়!
৩
বল তো চিৎকার করে কাকে কাকে এখন ডাকা যায়?
সে ডাক যদি প্রতিধ্বনি হয়ে বারবার ফিরে আসে আমারই কাছে,
গভীর খাঁদে পড়ে যায়, নদীতে ধূলোয় মিলিয়ে যেতে থাকে,
অথচ আমাকেও কি মরে যেতে হবে ওদের মত,
ফুরিয়ে যেতে হবে?
এসব কথায় তুমি বেশ নড়েচড়ে বসো,
কাছে এসে গাঢ় চোখে তাকাও,
ভাল লাগে!
মোক্ষ
১
একদিন তোমার সঙ্গে ভালবাসা হলো,
ঝিমঝিম নেশা ধরা, চারপাশে অখ্যাত জঙ্গল,
গাছের এ পাতা থেকে সে পাতায় ভেসে বেড়াচ্ছি,
জলের মতই জলের ভেতর ঘুরপাক খাওয়া,
এদিকে আশ্চর্য এক বিভ্রম তৈরী হলো,
আমি কি আগে ভাল ছিলাম- নাকি!
কি কান্ড বল-
কি করে যে বোঝাই!
২
কবিতার মধ্যেই কবিকে ধ্বংস হয়ে যেতে হয়,
এটাই নিয়ম,
তোমাকে এই নিয়মের কথা বলার চেষ্টা করি,
দেখি লোকত্তীর্ণ সেসব নিয়মের ভেতর আলো জ্বেলে
তুমিই বসে আছো,
চিনতে চিনতে আমি ফুরিয়ে যাচ্ছি,
অদৃশ্য হয়ে যাচ্ছি একেবারে!
৩
কোথায় যে থাক তুমি আজকাল, দিনরাত আমার শুধু পন্ডশ্রম,
যাহোক অবশেষে বুঝলাম তুমি এসে গেছ,
সমাগম হলো, আনন্দ গান নিবিড়তা-
অথচ কেন জানি না সবই মোহ বলে মনে হয়,
মনে হচ্ছে সব ভুলে গেছি,
আমি চিনতে পারব তো তোমাকে?
******************************************************************************************************



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন