বুধবার, ১২ এপ্রিল, ২০২৩

পঙ্কজ মান্না



পঙ্কজ মান্না / দুটি কবিতা

শ্রীময়ীর সংসার 








ষষ্ঠীর কৃপা আছিল কিছুটা বেশিই

শ্রীময়ীর কোলে পাঁচ ছেলে দুই মেয়ে 

নুন আনতে পান্তা ফুরোয় যাদের

তাদের মনেও ঋতুরাজ ওঠে গেয়ে 


সংসার চলে লক্ষ্মীর ভরসায়

ঘর ভেসে যায় নদীবাঁধ ভেঙে গেলে

সম্বৎসর উপোসে কাটবে নাকি 

এই ভাবনায় বাবাও গিয়েছে হেলে 


বাবা সাইকেলে,সামনে পিছনে মেয়ে

বাবার কন্ঠে কীর্তন বেজে ওঠে

বাবারা জানেন গানে সেতু জোড়া লাগে

খরা জীবনেও নীল পারিজাত ফোটে 


শ্রীময়ী ভাঙছে,শ্রীময়ী একলা জানে

দুর্বহ দিন হাসিতে ঢাকতে হয়

ভাদ্রের বানে কপাল ভেসেছে যার

পায়ে পায়ে ঘোরে ভয় আর সংশয় 


বাবা ফিরে আসে দূরের গঞ্জ থেকে

বাবা ফিরে আসে সন্ধ্যাবেলার পর

ভালোবাসা যেন মন -জোনাকির আলো

মালতীর ঘ্রাণে ম ম করে পোড়ো ঘর












হাওয়া মহল 

বুকের ভেতর ঘন্টা বাজে -ছুটি

ও রাধিকা,সুদূর নীলের যাত্রী আমি, এবার তা'লে উঠি 


জীবন যখন হাওয়া মহল,রোমকূপে রূপ-খিদে

গঙ্গা থেকে গোদাবরী মন নাচে চৌতালে

তখন আমার আসা যাওয়া সবার অলক্ষ্যে

রাঙিয়েছিলে দীর্ঘ দুপুর রঙচটা বক্ষে 


বুকের ভেতর ঘন্টা বাজে,আসি

একটা জীবন কম পড়ে যায়, জীবন ভালোবাসি 


****************************************************************************************************



পঙ্কজ মান্না

 জন্ম ১৯৫১ সালের ১৫ এপ্রিল পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলে কদমডিহা গ্ৰাম।
ইংরেজি সাহিত্যে স্নাতক।
সরকারি চাকরি শেষে এখন অবসরপ্রাপ্ত।
বর্তমানে কলকাতাবাসী।
কবিতার সাথে বসবাস ও সহবাস বিগত  প্রায় ৫০ বছর।
প্রকাশিত কাব্যগ্রন্থ ৯ টি---
শূন্যতেই ফেরা * ডাকনাম ভালোবাসা * ক্লান্ত ধ্রুবতারাকে বলি * রং রুটে কতদূর যাবে* প্রাক্তন ফাল্গুন জানে * উজান হাওয়া * আট পংক্তির জীবনকথা * ছায়ার সাথে এ-ঘর ও-ঘর * আলোপাখি
শেষ প্রকাশিত "আলোপাখি"
কাব্যগ্ৰন্থ ১৪২৮ সালের পয়লা বৈশাখ। 
প্রকাশক- কবিপত্র প্রকাশ



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন