বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩

নীল কমল



নীল কমল / দুটি কবিতা 

দিনকাল 








মানুষ আর প্রতিবাদ করে না

মিছিল করতেও নাকি আইনি বাধা ।


মাথা পেতে এমন সব আইন কে 

স্বীকার করব কেন বলুন তো, মশাই?


বড্ড লজ্জা করে আমার ইদানিং

প্রতিবাদের ভাষা ভুলে যাচ্ছি ক্রমশ ।


এই যে এখন গর্জে উঠার সময় ছিল

কেমন যেন উদাসীন হয়ে বসে আছি ।


দিনকাল খুবই খারাপ, বুঝি 

প্রতিবাদ কে ভালো চোখে নেয় না সরকার 

তবু বলতেই হবে গল্পের ওই শিশুটির সাহসে-


ও রাজা, তুমি ল্যাংটা!

ও দাদা, তুমি ল্যাংটা!

ও দিদি, তুমি ল্যাংটা!












রূপকথার দেশে 

রূপকথার দেশে 

জনগণের শাসন 


রূপকথার দেশে 

সংবিধানের শাসন 


রূপকথার দেশে 

আইনের শাসন 


রূপকথার দেশে 

হিন্দু-মুসলমানরা মিলেমিশে খাসা


রূপকথার দেশে 

ব্রাহ্মণ-শূদ্রগণেরর কি ভাব ভালোবাসা!


সত্যকথার দেশে কিন্তু

অপরাধীদের শাসন 


সত্যকথার দেশে কিন্তু

ব্যাবসায়ীদের শাসন 


সত্যকথার দেশে কিন্তু

গুন্ডাবাহিনীদের শাসন


সত্যকথার দেশে কিন্তু

হিন্দু-ময়সলমানদের দাঙ্গা দাঙ্গা খেলা


সত্যকথার দেশে কিন্তু

ব্রাহ্মণদের হাতে শূদ্রগণের কি অবহেলা!


**********************************************************************************************



     নীল কমল

হিন্দি এবং বাংলা উভয় ভাষাতেই কবি নীল কমল সমান সাবলীল । দীর্ঘদিন কবিতা লিখছেন দুই ভাষাতেই ।তাঁর কবিতাতে যেমন উঠে আসে সমকালীন জীবনযন্ত্রণার ছবি তেমনি ভাষা পায় অন্তর্লীন মনের নানা সুর।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন