চন্দ্রাণী গোস্বামী / দুটি কবিতা
সুখ
গলকম্বলে হাত বোলাতে বোলাতে
আবেশে চোখ বুজে ছিল মেয়েটা----
ষোল কি সতের বছর আগের অবিকল তুমি
অনেকখানি বিমূঢ়
আবেশে বিহ্বল...
নিরানন্দকে বললাম
বহুদিন পর সুখ এসেছে দুয়ারে
আনন্দ ছুঁতে গিয়ে ওকে জাগিও না।
প্রতীক্ষা
তোমার স্বপ্নের মাঠে ঘাটে ইদানিং
নীরবতা হাঁটে।
তুমি তো ঘুমের ঘোরে হেঁটে হেঁটে বহুদূর গেছো।
যাবার আগে রজনীগন্ধার সুবাস মাখিয়ে দিয়েছিলাম
তোমার বুকে। নিজের হাতে। মনে আছে?
আর কথা বলবো না।
শুধু একবার জানতে চাই, ঘুমের ভিতর দীর্ঘতম পথে
হেঁটে একবারও দিকচিহ্নহারা হয়ে স্পর্শদেওয়া বুকের
কবাটে হাত ছুঁয়ে শুধিয়েছিলে, রাতের শেষ কোথায়?
এবার ঘুমাও।
তোমার ঘুমের ভিতর হয়তো অনড় গন্ধহীন
রজনীগন্ধাটা শীতের তীব্রতায় সাড়া দিয়ে একদিন
বলে উঠবে--- "আসিইইইইই"।
চৌকাঠে বসে আছি। সময়ের অনিবার্য প্রতীক্ষায়।
***********************************************************************************************
জন্ম সত্তর দশকের শেষদিকে। স্কুল জীবন, বড়ো হয়ে ওঠা সবই কলকাতায়। পড়াশোনা স্নাতকোত্তর , কলকাতা বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে কলকাতার একটি কলেজে হিসাব রক্ষণ বিভাগে কর্মরত। ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি তীব্র আসক্তি। নতুন শতকের প্রথম দশকের শেষ থেকে নিয়মিত লেখালেখি। কবিতা আশ্রম, কৃত্তিবাস, গাঙ্গেয়, অপদর্থের আদ্যক্ষর, বম্বে ডাক, তমোহা, সাজি পত্রিকা, বিকল্প বার্তা সহ বিভিন্ন পত্র পত্রিকায় লেখা প্রকাশিত।





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন