সুধাংশুরঞ্জন সাহা-র তিনটি কবিতা
দুঃখ
সাদা খাতায় কালো কালিতে দুঃখ লিখি রোজ।
দিন যায়, মাস যায়, বছর যায়, দুঃখ মোছে না।
গ্রীষ্মে যখন আদিগন্ত খরায় পোড়ে,
বর্ষায় যখন মাঠঘাট জলে থৈ থৈ করে,
শীতের কুয়াশায় যখন ঝাপসা হয় সমস্ত,
কিংবা বসন্তে যখন পলাশে শিমুলে রঙিন হয় আকাশ,
আমার দুঃখগুলো রঙ বদলায় না একটুও।
বর্ষা
কুয়াশায় ভিজে থাকা
চুর্ণি নদীর সাঁকো পেরোলেই তোমার ঘর।
এপারে ঘন অরণ্য,জারুল বকুল দেবদারু-ছায়া।
এই পথে আমারও মাঝে মাঝে চলাফেরা...।
আমাদের দেখা হয়েছিল কোনো এক হেমন্তের পথে।
বাতাসে তখন লঘু শীতের আভাস।
আজ বর্ষাকাল।
নদীর এপার ওপার বর্ষার জলে একাকার।
তোমাকে খুঁজে পাচ্ছি না কোথাও।
রক্তপাত
কে যেন আমার ত্রিকোণ স্বপ্নের গায়ে
একটা পেরেক আটকে দিয়েছে।
আর সেই পেরেক বেয়ে দিনরাত ঝরছে রক্ত।
ভাবছি, স্বপ্ন থেকে রক্তপাত কীভাবে সম্ভব?
এমন সময় আচমকা একটা তুমুল ঝড় এসে
এক ঝটকায় খুলে দিল পেরেকটা।
আর তখনই একটা অমিমাংসিত হাওয়ায়
দুলতে লাগল সেই ত্রিকোণ স্বপ্নটা।
কিন্তু আজো থামেনি সেই রক্তপাত!
******************************************************************************************************
জন্ম ৩০ ডিসেম্বর ১৯৫৭। বেড়ে ওঠা পূর্ব কলকাতায়। ভারতীয় স্টেট ব্যাঙ্কের অবসরপ্রাপ্ত আধিকারিক।আটের দশক থেকে লিটল ম্যাগাজিনে কবিতা লিখেই তার যাবতীয় পরিচিতি । কবিতা ছাড়াও গল্প, ছড়া, প্রবন্ধ এবং বিদেশি কবিতা অনুবাদ করতে ভালোবাসেন। সম্পাদনা করেন একটি অনিয়মিত লিটল ম্যাগাজিন 'অন্যসাম্পান' । প্রকাশিত কাব্যগ্রন্থ : ১৬, গল্পগ্রন্থ : ২, ছড়াগ্রন্থ : ২ উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে : অপহৃত রাত্রির চর্যাকথা * নিরুত্তর তারার স্বপ্ন * পূর্বাভাস * পাগল চাকা ঘুরছে অবিরাম * একা দুপুর * শ্রেষ্ঠ প্রেমের পদ্য * সময়ের এস্রাজে বেজে যায় অবুঝ দুপুর * বেলুনের কোন জন্মদিন নেই * নির্বাচিত কবিতা ১০০ ইত্যাদি।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন