কৌশিক চক্রবর্ত্তী / দুটি কবিতা
বাঁশিওয়ালা
এই সময়েও বন্ধ অসাড় চোখ
নদীর মতন পাড় ভাঙে ঠিক গায়ে
চেনা চেনা খুব সন্ধে নামার চাঁদ
দিনক্ষণ বুঝে বাঁধা আছে রাস্তায়।
বিপথে হেঁটেছি ঠিক যেরকম হাঁটি
নশ্বর হাতে গুনেছি চন্দ্রকলা
সেই দোপাটির ঘর গোছানোর দিনে
আমি একা নই, প্রত্যেকে হরবোলা।
বিছানায় রাখা পরিপাটি নদীখাত
জ্যোৎস্নার কাছে ঋণগ্রহীতার মানে
রাতের বিষাদে নক্ষত্রের আলো
চাদরের কোণ গড়ে তোলে নির্মাণে।
ভিত নড়ে গেলে আমিও প্রভাতফেরি
হ্যামলিনে হোক ফের জাতীয়তা গান
এই শহরেও চাঁদ ওঠে পূব ঘেঁষে
বাঁশিওলাদের বিবৃতি সন্ধান।
ছেলেখেলা নয় আর ঘুম থেকে তোলা
আমার বালিশে নদীপথ ভেবে তুমি
নিজের প্রবাহে সঞ্চিত পলি বেছে
কেউ কেউ তাকে বলেছে জন্মভূমি।
খোলাবাজারি রাত
আজ ঘুমোনোর রাত নয়
ছিন্নভিন্ন যোনী অর্জন থেকে নিজের বিবৃতি প্রস্তুতি
একনিষ্ঠ জড়ো করা ঘুম বিকিয়ে যাচ্ছে জলের দরে
জমানো আদরের স্বপ্নে বিক্রয়মূল্য
দাবী করিনি আমি।
সবটুকু নিঃশেষ হবার পর খোলাবাজারে সাজিয়ে
রেখেছি রাতের মোড়ক।
প্রদর্শনীতে দাঁড়ানোর শ্রেষ্ঠ সময় সকাল
তাই আজীবন সঞ্চয় করেছি অতিরিক্ত চাদরের কোণ।
না, আজ ঘুমোনোর রাত নয়
নিজেকে আষ্টেপৃষ্টে পুড়িয়ে নেবার রাত
সমস্ত স্বপ্ন ফুরিয়ে যাবার পর
পণ্য হিসাবে বিক্রির জন্য সাজিয়ে রাখব দগদগে পোড়া ঘা।
এরপর আর ঘুম আসেনি ছিটেফোঁটা
লাভক্ষতির অংকে খোলাবাজারি রাতকেই
আমি একক ধরে এগিয়ে গেছি বাকি পথ।
**********************************************************************************************




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন