বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩

দীপক বসু



দীপক বসু / দুটি কবিতা

লাইনে থাকুন







লাইনে থাকুন

আপনি লাইনে থাকলে সব অপকর্ম থেকে মাপ পেয়ে যাবেন।

কালো টাকার পাহাড় গড়তে পারবেন,

বড় নেতা হবেন 

দশের  মাঝে ফুলের মালা দিয়ে আপনাকে সবাই বরণ করে নেবে,

আপনি সভায় প্রধান অতিথি হবেন 

আপনি ক্লাবের সভাপতিত্ব করবেন 

ইচ্ছা করলে আপনি এমপি মন্ত্রীও হতে পারবেন!

লাইনে থাকুন __

আপনার বিবেক টা ঝেড়ে ফেলুন 

পোশাক সাদা রেখে আপনি নষ্ট হয়ে যান 

প্রতিবাদ ভুলে মামার জয়  করুন 

স্বাধীনতার দরদ দেখিয়ে মানুষকে ধরে রাখুন 

আপনি লাইনে থাকুন,  দেখবেন আপনি উঠে যাবেন 

আপনার গাড়ি হবে, বাড়ি হবে, পত্রপত্রিকায় ছবিসহ প্রতিদিন আপনার নাম আসবে,

টিভিতে টকশোতেও আপনি কথা বলতে পারবেন!

আপনি লাইনে থাকুন দেখবেন শুধু টাকা আর টাকা 

কি নেই আপনার ---

শুধু চকচকে পোশাকে ভিতরের নষ্ট টুকু ঢেকে রাখবেন 

বড় বড় নেতার পিছে ধামা ধরবেন 

সাদাকে কালো বলবেন!

অন্যায় কে পিছন থেকে লেলিয়ে দেবেন --

আপনি উঠে যাবেন!

দেখছেন না সবাই কেমন তরতর করে উঠে যাচ্ছে?

হায়রে দেশ!

হায়রে নেতা!

হায়রে আমার স্বাধীনতা!








আমাদের গ্রাম

আমাদের গাঁয়ে যেতে

   পথ আঁকা বাঁকা।

গাছপালা সবুজের

    আঁচলেতে ঢাকা।

 বিল পাড়ে বক পড়ে

      চিল ওড়ে কতো।

 খালে ভরা কলমির

      ফুল শত শত।

 ডোঙা বেয়ে যায় চাষা

       ঢেউ লাগে কুলে।

   তারি সাথে মন যেন

        ওঠে দুলে দুলে।

   ও পাড়ার গরু চরে

        ছাগলের সাথে।

    কচি ঘাসে মুখ পেতে

          বাঁকা মেঠো পথে।

      তাল সারি বহু দূর

           আরও দূরে নদী।

      দুলালির বাড়ি সেথা

             তুমি যাও যদি।

       খেয়া ঘাট পার হলে

              গাব তলা হাট।

        বট আর পাকুড়ের

               ছায়া ঘেরা মাঠ।

         আমি আজ সেই গাঁয়ে

                থাকিনাতো আর।

          কেন যেন কেঁদে মরি

                  কত মায়া তার!


**********************************************************************************************

                       


 দীপক বসু

       ছড়াকার দীপক বসু’র জন্ম ২৭ জুলাই,১৯৬৪ তার মাতুলালয় বাংলাদেশের খুলনা জেলার ডুমুরিয়া থানা বামুন্দিয়া গ্রামে।পৈতৃক নিবাস যশোর জেলার কেশবপুর থানার পাঁজিয়া গ্রামে। পিতা নারায়ন বসু ও মাতা সন্ধ্যা রানী বসুর তিন সন্তানের প্রথম তিনি।ছোট বেলা থেকেই লেখালেখির হাতে খড়ি বিভিন্ন আঞ্চলিক সাহিত্য পত্রিকার মধ্য দিয়ে ছোটদের জন্য লিখিত গাধার মাথায় শিং তার প্রথম প্রকাশিত গ্রন্থ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন