স্বরবর্ণ
সৃজন- এর মৌলিক স্বর
*************************************
সম্পাদকীয়
তৃতীয় বর্ষ * প্রথম সংখ্যা
১ বৈশাখ ১৪৩০ * ১৫ এপ্রিল ২০২৩
***************************************
খুব আনন্দের বিষয়, স্বরবর্ণ * ১৩ প্রকাশের সঙ্গে সঙ্গে আমরা তৃতীয় বৎসরে পড়লাম। তিনটি বছর যেন তিনটি দিনের মতো পেরিয়ে এলাম! খুব একটা কুসুমাস্তীর্ণ ছিল না এই যাত্রাপথ। প্রায় একক প্রচেষ্টায়, প্রতি সংখ্যায় পঞ্চাশ অধিক কবিতা, পাঁচটি গল্প, একাধিক অণুগল্প এবং ধারাবাহিক দুটি উপন্যাস-সহ অন্যান্য বিভাগ, প্রতি দুমাস অন্তর প্রকাশ করা খুব একটা সহজ কথা ছিল না। বিশেষ করে কম্পিউটারে অনভিজ্ঞ ষাট ছুঁই ছুঁই একজন এলেবেলে মানুষের পক্ষে। কিন্তু জীবনে কখনো কখনো পঙ্গুরও গিরি লঙ্ঘন করতে সাধ হয়। আর সেই সাধ যদি 'অর্থ নয়, কীর্তি নয়, স্বচ্ছলতা নয়' শুধুমাত্র ভালোবাসায় মাখামাখি হয়, তাহলে তাকে ঠেকায় কে! অতএব ঠেকানো যায়নি তাকে, যাবে বলেও মনে হয় না, যদিও থাবা উঁচিয়ে বয়সের ভার উদ্যত, শরীরের যত্র তত্র।
এদিকে, দাবদাহের শিখাটি প্রজ্জ্বলিত করে এল বাংলা নববর্ষ। এল ১৪৩০ -এর ১লা বৈশাখ। স্বাগত তোমায়। 'এসো এসো এসো হে বৈশাখ'। তোমার প্রচন্ড দহনে পুড়ে খাক হোক, এ বঙ্গের আনাচে-কানাচে দুর্নীতির জঞ্জাল। সর্বক্ষেত্রে যোগ্যরা ফিরে পাক যোগ্যতার স্বীকৃতি। খসে পড়ুক শঠ প্রবঞ্চকের সুদীর্ঘ জিব। হাসি খুশি আর আনন্দে ভরে উঠুক সকলের জীবন--- নতুন বছরে একান্ত প্রার্থনা আমাদের।
**********************************************************************************************
**********************************************************************************************



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন