বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩

গৌতম কুমার গুপ্ত



গৌতম কুমার গুপ্ত / দুটি কবিতা

চুপ,এখন যাপন হচ্ছে








চুপ,এখন যাপন হচ্ছে

ন্যায় অন্যায় ইতিহাস পাতা ওল্টাচ্ছে

একটি দিন একটি রাত একটি নিদ্রা ও একটি স্বপ্ন


প্রেম খুলছে কাহিনি নির্মাণ কোথাও কোথাও

ব্যস্ত আলস্য হাই তোলা দুপুর

নাচ  গান কথার ফিরিস্তি বারোয়ারী


ঘটমান অবকাশে কলহ স্বর

কিছু কৃত্য মানবিক জ্ঞান গরিমা কোথাও

কংক্রিটে মাটিতে নিশ্চিত শিলালিপি


ভুল নির্ভুল সময়ের সিঁড়ি ধরে

ঋতুবৈচিত্র্র্যর খাপে খাপে মানব অভিযোজন

অভিব্যক্তি রেখে যাচ্ছে আগামীর চুলচেরা


চুপ,এখন যাপন হচ্ছে










ফুল

কিছু পণ্য দিশারী ফুল

রেখে এসেছি।

কোথায়?  জানি না

হতে পারে পলাশ কিংবা

রডোডেনড্রন

শুধু স্মৃতি গন্ধময়

খুঁজে বেড়াই আবহ সন্ধ্যা

আর জোনাকির ফিকে আ্লো

পাহাড়ের গায়ে ঠিকরে পড়ে

সবুজ অন্ধকার


ইস, যদি ভালবাসতিস

ভোরের হাওয়ায়

ফুলের পাপড়ি দিকভ্রান্ত

হতো না

অব্যর্থ জায়গায় পৌঁছে যেতো

ঠিক আলোর প্রতিশব্দে


তখন

একটি নীল খামের প্রতিধ্বনি

খুঁজে বেড়াচ্ছে চরাচরে


*************************************************************************************************




গৌতম কুমার গুপ্ত

জন্ম  ১৩৬৭ বঙ্গাব্দে বাঁকুড়া জেলার শালতোড়া থানার গোপালনগর গ্রামে।বর্তমানে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের বাসিন্দা।প্রথম জীবনে সাংবাদিকতা পরে ই সি এলে কেন্দা এরিয়া বিভাগের কর্মী ছিলেন।২০১৯ সালে চাকুরিজীবন থেকে অবসর গ্রহন করেন।শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান এবং কলা বিভাগে স্নাতক।পরে পার্সোনাল ম্য্যানেজমেন্ট ইনডাসট্রিয়াল রিলেশনে স্নাতকোত্তর পাশ করেন।আশির দশকের মাঝামাঝি থেকে লেখালেখি শুরু।'কালকেতু' নামে একটি পত্রিকা সম্পাদনা করতেন।বিভিন্ন পত্রপত্রিকায় তো বটেই ওয়েব ম্যাগাজিনেও গল্প কবিতা প্রবন্ধ লিখে থাকেন।এ পর্যন্ত তাঁর চারটি কাব্যগ্রন্থ  " সময়ের এই জলসাঘরে,'স্বভাবের সিলেবাস','অক্ষর ভাইরাস' এবং 'বিষুবরেখার পাখি' প্রকাশিত হয়েছে।কয়েকটি নাটকও লিখেছেন। ইতিমধ্যে "কয়লাক্ষেত্র "এবং কৃষ্ণগহ্বর নামে দুটি উপন্যাস প্রকাশিত হয়েছে।।শীঘ্র একটি কাব্যগ্রন্থ 'যদি হৃদয়ের কথা বলো'প্রকাশিত হতে চলেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন