কবিতাগুচ্ছ * সব্যসাচী মজুমদার
(১)
তুই কিছু চাইলেই এই যে কান্না পেয়ে যায়…
এই কান্না …
যার অন্য নাম হতে পারে ছড়া
কিংবা সিনেমার গান…
যা খুশি হতে পারে এই
হাঁস উড়ে যাওয়ার মতো দুঃখগুলো
তুই কিছু চাইলেই উড়ে আসে
চলে যায়…
(২)
অতঃপর আমার লাল মেঘে
জড়িয়ে যায় ব্যর্থকাব্যগ্রন্হ
অবশ্য পাখির মাংসের মতো তার প্রচ্ছদবর্ণ
মিশে যায় আমার শরীরে দিব্যি
অতিকায় পুকুরের মধ্যে চলাফেরা করি
কেউ বুঝতে পারে না…
(৩)
ছিল ধানক্ষেত হয়ে গেল নালা
বাড়ির ভেতর থেকে দেখি
কাঠবেড়ালির গর্ভাধান
বড় বড় ঘাসের সূর্যস্নান…
(৪)
তোকে দেখতে না পাওয়ার মধ্যে রয়েছে
একটা বিরাট গাছ
চেনা গন্ধ আর তুই একসাথে বড় হয়ে উঠছিস
আমার কেবল কাম গল্প ত্রাস…
*********************************************************************************************
সব্যসাচী মজুমদার
এ সময়ের অন্যতম শক্তিশালী তরুণ কবি। কবিতা এবং গদ্যে সমান পারদর্শী। এই কবির কাছে আমাদের প্রত্যাশা অনেক। সম্প্রতি প্রকাশিত সব্যসাচীর কবিতার বই---





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন