পিয়াংকী / দুটি কবিতা
ব্রহ্মাণ্ড আর বোতল
জলের বোতল খুলে গেলে দেখি
একটা ব্রহ্মান্ড গলগল করে নেমে যায় নিচে
অভিকর্ষ অথবা অন্যকিছু...
ইঁদুরের গর্তের নিচুমুখ জুড়ে বসে থাকে সংসারী রাসায়নিক
বেকিং সোডা অথবা সাইট্রিক অ্যাসিড
অপরাধীর মত খালি করে ফেলি যাবতীয় দৈন্যতা
জল নেমে যায় নাকি প্রকারান্তরে আমিই ঢাল
বরাবর ... ?
... এ প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই...
কাঁধে গাছ পিঠে সমুদ্র মধ্যতালুতে পাখি আর
বুকে বাসা করে বিষাক্ত কীট।
অলকানন্দা বয়ে যায় কোমরসমান জলে
বাসা
যতটুকু সম্ভব ঠিক তার থেকে একচুল বাঁ-য়ে
বেরিয়ে এসেছে আমাদের উপেক্ষা
গুচ্ছমূল যেমন ঝুমকো হয়ে ঝুলে থাকে
লতিছিদ্রয়
এরও ঠিক ততটাই কর্ণকুহরবৃত্তি
প্রবেশ ---- প্রস্থান
ইউনিকোড অনুযায়ী এন্ট্রান্স
গোলাপি সানগ্লাস হোক অথবা পাঠরত রঙিন
যুবক
কোথাও জল নেই,নেই জনবসতি গড়ে তোলার
হুকুম।
চরিত্রের ভাস্কর্য অথবা...
ভিড় বাড়ে। ঠিক যখন লোভী নাভিতে কামড়
দেয় অহিংস লালপিঁপড়েরা
*********************************************************************************************






কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন