বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩

তুষার ভট্টাচাৰ্য



তুষার ভট্টাচাৰ্য / তিনটি কবিতা

আলোর পিদিম








নিরন্তর ঘৃণা আর উপেক্ষার আগুনে আমাকে

পোড়ালেও

বেহুলার মতন দুঃখে

অকালে ভেসে যাব না আমি গাঙুরের জলে  ;

হৃদয়পুরে নীরবে জ্বালিয়ে রাখবো আজীবন

ভালবাসার রুপোলি আলোর পিদিম l



ভালবাসার অভিমুখ

আবার যদি কোনওদিন চোখের পাতায় উড়ে আসে 

রুপোলি রোদ্দুরে ভেসে ওঠা ভোরের কৈশোর

তাহলে ব্যর্থ প্রেমিক

আমি বৈষ্ণবীর পরান্মুখ হৃদয় দুয়ার খুলে

নীরবে রেখে আসবো

প্রথম ভালবাসার স্মৃতির অক্ষর  ;

তখন বৈষ্ণবী নিশ্চয়ই অভিমান ভুলে

ফেরাবে ভালবাসার অভিমুখ l




                

       







অনন্তের পথে

নিঝুম রাত্তির আকাশে ভেসে ওঠা নক্ষত্রের  চোখ থেকে

যখন ঝরে পড়ে বিন্দু বিন্দু অশ্রু জল

তখন খাঁ খাঁ শূন্য বুকের ভিতরে মৃত্যুর -

বাসনা শুধু নীরবে জেগে ওঠে  ;

 সাঁই - আমাকে দেখাও অনন্তের পথ

 গ্রাহ্যস্থ জীবন ছেড়ে

 আমি একাকী চলে যাবো সূর্যাস্তের গ্রামে l


*************************************************************************************************



তুষার ভট্টাচাৰ্য

তুষার ভট্টাচাৰ্যর জন্ম ১৯৬২ সালে মুর্শিদাবাদের বহরমপুরে l স্নাতকোত্তর পাশ  ( কলকাতা বিশ্ববিদ্যালয়  ) সরকারি কর্মী l দীর্ঘদিন ধরে কবিতা লেখেন l সিগনেট প্রেস থেকে ২ টি কবিতার বই প্রকাশিত হয়েছে l


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন