বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩

লিটন শব্দকর



লিটন শব্দকর / দুটি কবিতা

হরিণবেলা 








দুপুর ভেসেছে আরেক দুনিয়ায়

মানুষের ভিড়ে ঝনঝন কাচ, দাগ কেটে হলো সারা


রাস্তার চেনা মোড়ে নেমে আসা জ্যোৎস্নারেণুতে

দুরাশার শীতপাখি ;


চিতল হরিণের আর্তনাদে শৈশবের নদী ছুঁয়ে

স্টেশনের বাইরে এসে দেখি পৃথিবী শুনশান 


কারা যেন প্রহরের গায়ে লিখে রাখে

এমনতরো একটুকরো রেওয়াজ। 

সেতু সংস্কার হয়না আবহমানকাল

তারই বুকে ছুটে যায় দিনেদুপুরে দু-একটা শেয়াল













স্টেশন

মুহুর্তের আসা যাওয়ার মরসুম

মুখ ডুবিয়ে আছে স্টেশনের ব্যস্ততায় 


যান্ত্রিক ধোয়ার এঙ্গেলে মেশার প্রবণতা 

সহজ হওয়ার সরল কারসাজি

প্রয়োজনে! জানি না। হয়তো বা 


কতোটা বোকা হলে আজীবন 

তোমাকে কিছু না বলে হেঁটে যাই

স্বপ্নের বগির মতো ছোট ছোট দূরত্ব


এইমাত্র ট্রেন ছেড়ে যাওয়া স্টেশনে

চেন টানলেই নিজেকে ফিরে পাওয়া



***************************************************************************************************************




 লিটন শব্দকর

ঠিকানা: উত্তর ত্রিপুরা, ধর্মনগর শহর  শিক্ষা : বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর। প্রকাশিত কাব্যগ্রন্থ : অরণ্যলিপি সম্পাদক : আনন্দবার্তা সাহিত্য পত্র

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন