কবিতাগুচ্ছ * সিদ্ধার্থ মিত্র
বিলম্বিত লয়
১
বেপরোয়া
বোতামে আটকে উদ্দাম শর্ত,
অজুহাতের গুটি কয় আবুলিশ,
আর বিশ্রাম দাগে : ছু কিত কিত
২
দিশেহারা
টান পড়লেই,
বয়স লটকাবে ঘুড়ির কান্নিতে,
এই বুঝি ভোকাট্টা : আগুন দেওয়া হাউই
৩
গ্রন্থি গ্রাস
আড়ষ্ট ঠোঁট চুপিসারে বলে,
পলির শরীরে আকছার হাবুডুবু,
উর্বর গল্প হোক : লবণের জোয়ার ভাটায়
৪
শ্যাওলা
শাড়িপাড় জড়িযে গোপন গুল্মজ,
বারোয়ারি নর্দমার পাঁক,
ধুয়ে মুছে সাফ : শাসনের বেড়াজাল
৫
ইচ্ছে পূরণ
অভ্যাসে মেলা শরীরের শান্তিজল,
নামে, উপলব্ধির গভীরতা ছুঁয়ে
সন্ধ্যের সোহাগ ভরে থাকে : ইচ্ছের নাভিতল
৬
মার্গ
বুকভরা আবেগের মর্ম-সার,
মানবতার ইমারতে অক্ষরছাপ,
সরল রেখায় ইটের ইস্তেহার : স্তুপ-চৈতি-বিহার
৭
উপলব্ধি
প্লাবন নামে অযোগ্য সংসারে,
সভ্যতার আড়ালে আটকে চোখগুলো,
দেখে, সমাজ মেতেছে আজ : ধান্ধার খেলায়
নতজানু
তোর হাত ধরে
পাঞ্চজন্যের হাতেখড়ি,
শঙ্খনাদের বিস্তারে
শরীর ছুঁয়ে থাক আড়াআড়ি,
ঋতুর তরল উপত্যকা।
তোর ঠোঁটের তামা গলে,
নিভে যাক
শত ছিন্নের মুক্তি শোক।
তোর চোখের কাজল
এঁকে দিক, আগুন-চারকোল।
কাতিল চাহুনির প্রেম যত,
আমায় মারে অহরহ।
তোর নিকষ ছাপ, মেশে রাতদিন
আমার ছায়ায়, তুরুপের হরতন
ছোঁয়া, বেহিসাবের ইঙ্গিত দ্বার,
আমি আলবৎ ছারখার।
তোর নেশার ধোঁয়ায়
বুঁদ হয় দামাল হৃদয়,
আমার যত রক্তের দম থমকে,
তোর নখের পাঁচালিতে।
আমি তোর অপেক্ষায়,
আজ,
হাঁটুমুড়ে সমবাহু ত্রিভুজ।
এসক্লেপিয়াসের সাপ
সময় ঘুম ভাঙে
বিছানার স্রোতে,
শরীরের তলায়
লুকায়, পূর্ণিমার চাঁদ।
দু পায়ের ফাঁক
গলে গলে পড়ে,
নরম জ্যোৎনা।
মন পাড় ভেঙে
দরজায় আটকে,
রাতের বিন্দাস কাঠামো।
ত্রিভুজ সম্পর্ক ভেঙে
এসক্লেপিয়াসের সাপ,
পরতে পরতে জড়িয়ে
ক্যালকুলাসের জটিল সমীকরণ।
***********************************************************************************************




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন