জয়শ্রী গাঙ্গুলী / দুটি কবিতা
নির্বাক হরিণীর মতো অক্ষরেরা আসে
ঝ'রে যাওয়া বিবর্ণ পাতার গায়ে
জমা হয় যন্ত্রণা নামের ভালোবাসা
সোনালী শিশির হয়ে যে ফুল ফুটেছে আজ
পদচিহ্ন তার
রেখে যেতে যেতে কেউ,
থমকে দাঁড়ায় এসে --
ননীবালা মাটির দাওয়ায়
অলসরোদের মতো
লিখে রাখে
দিনযাপনের কথা,
সন্ধ্যা নামে
গাঁয়ে প্রান্তরে -
অক্ষর সাজাই।
যারা সব হেঁটে গেছে
এইসব পার হ'য়ে
মুহূর্তের সাথে এসে
ভেসে যায়,
গভীর অসুখ থেকে
আবার দাঁড়াই--
মাঝগাঙে বন্ধ খেয়া
পাটাতনে ঝুলে আছে
ছিন্ন সময়।
এসব গল্প সারা হলে
আঁচলে কুড়িয়ে নিয়ে
রূপালি আগুনঝরা শীত
শঙ্খিনী নদী জেগে ওঠে,
নির্বাক হরিণীর মতো অক্ষরেরা আসে
মাঝরাতে, হৃদয় গভীরে।
স্মৃতি
হলদেটে জ্যোৎস্নার
গেঁয়ো মোরামের পথে
অবিরাম টাল খায়
বুনো ঘোড়া এক,
তুমি কি এসেছো আজ?
সন্ধ্যারাগের আগে
বাঁশ ঝোপে থিতু হয়
ভ্রষ্ট এক চাঁদ
পূর্ণতার আগে
বহুবার ভালোবাসা মরে মরে যায়
অস্পষ্ট স্টেশনের গায়ে
বিকেল রঙের ছোপ মুছে গেলে
পড়ে থাকে কিছু শব।
পিচ্ছিল ঘাটের মতো
ছেঁড়া ছেঁড়া অনুভব
ফিরে ফিরে আসে
রোদ্দুর গন্ধ নিয়ে
হৃদয়ের গাঙচিল
তবু যেন ভেসে যায়
অমলের দেশে।
********************************************************************************************




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন