স্মৃতি শেখর মিত্র / দুটি কবিতা
সাবাশ
তোমার সঙ্গে মাতব্বরি করার সাহস আমার নেই।
চিরদিনই আমি ভয়ে ভয়ে থেকেছি। শিরদাঁড়াহীন
পাকাল মাছের মতো কাদার
ভেতর লুকিয়েছি মুখ। আমি
কখনও বলতে পারিনি " তোমায় আমি ভালবাসি"।
পায়ের ছেঁড়া চপ্পল দেখে
তুমি হেসেছো বহুবার তবু
আমি শত যোজন দূর থেকে মনে মনে তোমাকেই,হ্যাঁ তোমাকেই
আদর করেছি। "স্নেহ, ভালবাসা নিম্নগামী"একথা
স্মরণ করে নিজেই নিজেকে
সাবাশ দিয়েছি।
অভ্যাসে বাঁচা
আমরা শুধু অভ্যাসে বেঁচে
থাকি। অনেক তিক্ততা নিয়েও
বেঁচে থাকা, হর হামেশা ভয়ে
ভয়ে থাকা,পদে পদে লাঞ্ছিত
হওয়া তবু আমরা বেঁচে থাকি!
যে যত মিথ্যা বলে তার প্রতিপত্তি আকাশচুম্বী।
অন্ধকারের মধ্যে হাঁটাচলা
প্রকৃত ভালোবাসা থেকে
অনেক দূরে থাকা..... শুধু
ভালবাসার ভান করা
এমনিভাবেই জীবনে গড়িয়ে
চলা। বাতাবি লেবুর মত অহঙ্কারে ফুলে ফেঁপে থাকি।
অনন্ত পিপাসা নিয়ে বেঁচে
থাকি তবু বেঁচে থাকি।ক্ষীর সাগর নাম যার তার শরীরে
ক্ষীরের লেশমাত্র নেই।
গৌরাঙ্গ প্রেমে হাবুডুবু খাই
তবু গৌরাঙ্গ আমার দূরে সরে যায়।প্রিয় সঙ্গের আশায় প্রাণ
করে আইঢাই।'প্রিয়া' নাই ' 'প্রিয়' নেই শুধুই হাহাকার।
তবু আমরা বেঁচে আছি কারণ
শুধুমাত্র আমরা অভ্যাসে বাঁচি। বাঁচতে হয়,তাই বেঁচে থাকা।
জীবন এক তৃণহীন,
বৃক্ষহীন বিস্তৃত মাঠের সমান।
***************************************************************************************************




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন