সুদীপ দাস / দুটি কবিতা
দৃশ্যের সংলাপ
১
মৌখিক স্মৃতি যখন এক জায়গায় জমে পাথর হতে
থাকে তখন নির্জন পথ লম্বায় আরও বেড়ে যায়। তার
পাশ দিয়ে বয়ে চলা নদী সংগ্রহ করে সভ্যতার নির্মম
ঠাট্টার দৃশ্য। তারপর ওয়াশ প্রথায় সে তার দৃশ্যের
অবান্তর ভাঁড়ার মুছতে মুছতে হয়ে ওঠে প্রান্তিক জনের
বন্ধু
স্টেশন আর নদীতীর ট্রেন আর জলের প্রতিবিম্ব বুকে
চুপ করে থাকে। তাদের সামনেই কবি তার কুড়িয়ে
পাওয়া বৃত্তের ব্যাসার্ধকে প্রবেশ করায় আগুনে
২
ব্যক্তিগত দৃশ্যমালা থেকে পাখির উড়ান বন্ধ। একদিকে
আয়নাবন্দী হ্যামলেট অস্থির করলে অন্যের থেকে দৃশ্য
ধার নিই। আরেকদিকে দেরাজমুক্ত মার্কো পোলো
ফেরার পথ মুছে দেয়। তারপর শুধু হ্যামলেট, মার্কো
পোলো আর আমি। সামনে অনন্ত পথ।
পিছনে অপ্রবেশ্য অলীক দৃশ্যমালা
খানাখন্দে ভরা প্লট থেকে মুক্তি নেই। হাড়িকাঠ নিয়ে
খেলায় মত্ত ছাগশিশু আর সদা হাস্যময় কাকতাড়ুয়ার
পাশে দাঁড়ানো আমি ভাবছি মর্যাদা একমাত্র আছে
বিস্মরণে। অথচ প্লটহীন জীবনকে অনায়াসে পাশ
কাটিয়ে চলে যায় মেঘ। আমূল প্রোথিত ছুরি ক্রমশ জং
পড়ে আলগা হয়, খুলে আসে মাংসের দেয়াল থেকে।
******************************************************************************************
শুরুতে চিত্রশিল্পী হিসেবে আত্মপ্রকাশ। পরে সরে আসেন কবিতার জগতে। প্রথম কবিতা প্রকাশ পেয়েছিল নয়ের দশকে। প্রকাশিত কবিতার বই ‘তোমাকেই প্রস্তাব দেব”, নৈঃশব্দ্যের পাসওয়ার্ড”, ‘অগাধ জলে খড়কুটো’। ‘নীললোহিত’ পত্রিকার সম্পাদনার সঙ্গে যুক্ত।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন