বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩

আশিস মাইতি



চম্পক নগরে, ত্রাস 

আশিস মাইতি








আসলে তো ছলা জানি,পূর্ন ষোলকলা…

সিন্ধু জলে ভাসে চাঁদ। রমনে বেহুলা।

চম্পক নগরে ত্রাস, শ্বাস পদ্ম নাগ

সিংহের আসনে চোখ –লাগ ভেল্কি লাগ! 


অলি সব ভিড় করে, জারুলের গাছ–

ছায়া আঁকে মায়াপথে, ভুট দেয় মাছ।

রাঙাবাবু ফাগ বুঝে আগ দেয় মেখে,

ভেক সব ভেঁপু ধরে শিশ্ন জলে রেখে। 


তাঁতবোনা লোক আমি, অল্পতেই কাত,

আমলকী বনে খোঁজা–আম্লিক আঁতাত?

খেসারির নীল ক্ষেতে ঈশ্বরী পাটনি

দুধ ভাত চেয়ে নেয়, ক্ষান্ত চিন্তামনি! 


হয়তো আত্মজ ভুলে ভাবি ভব অলি

খিল দিই হুল ঘরে চোখে আঁটি ঠুলি।

অমৃত অক্ষর লিপি, মৌন-পরিচয়,

দিনে দিনে গর্ভে বাড়ে কবির সঞ্চয়! 













************************************************************************************************



আশিস মাইতি

জন্ম স্হান পূর্ব  মেদিনীপুরের বালিঘাই সন্নিহিত সাহাড়দা গ্রামে। অন্তরমূখী জগতে বিচরন করেন বলে মানুষ, সমাজ ও দর্শন নিয়ে ভাবতে ভালো বাসেন।  কর্মসূত্রে কলকাতায় থাকা। শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত। কবিতা পড়া, ভাবা ও গান শোনা ভালো লাগে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন